ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীতে ‘ইউএনও’কে লাঞ্চিত করার ঘটনার ২ জনকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ২০:৫১, ১১ মে ২০১৬

ফেনীতে ‘ইউএনও’কে লাঞ্চিত করার ঘটনার ২ জনকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হাযদারকে মারধরের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামী জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল বাশার তপন ও পরশুরামের চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যন জসিম উদ্দিন ফেনী দ্রুতবিচার আদালতে হাজির হয়ে জমিনের আবেদন জানালে আদালত জমিনের আবেদন নামন্জুর করে জেলহাজাতে পাঠানোর নিদেশ দেন। বুধবার সকাল ১১ টায় ফেনী খায়রুল বশার তপন ও জসিম উদ্দিন দ্রুতবিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্বপক্ষ সমর্থন করে জামিনের আবেদন করেন্। আদালত জমিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজাতে পাঠানো নির্দেশ দেন। একই সাথে গ্রেফতারকৃত অপর ৬ আসামীর রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেইটে জিঞ্জাসাবাদের আদেশ দেন। গত ৬ মে শুক্রবার পরশুরাম থানার চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে পরশুরামের ইউএনও এইচ এম রকিব হায়দারকে মারধর করে অভিযুক্তরা। । এঘটনায় ইউ্এনওর গাড়ীর চালক আবুল কশেম বাদী হয়ে ৭ জনের নাম সহ করে ১০/১২ জন অঞ্জাতনামা উলে¬খ করে পরশুরাম থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।
×