ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন

প্রকাশিত: ২০:১৫, ১১ মে ২০১৬

সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রয়েছে সূচকের মিশ্রাবস্থা। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির। আর দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৩ পয়েন্টে। অপরদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৫ কোটি টকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩১৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
×