ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুনের ঘটনার পর রংপুরের সেই সড়কে বাতি জ্বলেছে

প্রকাশিত: ১৮:৫০, ১১ মে ২০১৬

 খুনের ঘটনার পর রংপুরের সেই সড়কে বাতি জ্বলেছে

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে পর্যন্ত ওই সড়কে কোন বাতি ছিলনা। ফলে ওই সড়কে রাতের আধারে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছিল। গত রবিবার (৮ মে) রাত ১০টার দিকে রংপুর শহরের লালবাগ থেকে পার্কের মোড়ে যাওয়ার পথে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে পূবালী ব্যাংকের শাপলা শাখার এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্র রায়(৫০) ছিনতাইকারীদের হাতে খুন হন। বিষয়টি নিয়ে সকল সেক্টর থেকে অভিযোগ উঠে সড়কে বাতি না থাকায় ছিনতাইকারীরা ওই সড়কের ওই স্থানকে ছিনতাইতের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এনিয়ে নগরীতে তোলপাড় সৃস্টি হয়। তোলপাড়ে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কটিতে ১৭টি বৈদ্যুতিক খুঁটিতে ৩৪টি বাতি লাগানো হয়। এ ছাড়া নষ্ট বাতিগুলো সংস্কার করে তা ঠিক করে জ্বালানোর উপযোগী করে তোলা হয়। পুরো কাজের তদারকি করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ।
×