ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৫৮, ১১ মে ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে ছিল- র. কুষ্টিয়া রর. যশোর ররর. বাগেরহাট- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. শহীদুল্লাহ হলের পূর্ব নাম কি? ক) আল্লামা ইকবাল হল খ) জমির উদ্দীন হল গ) ঢাকা হল ঘ) শহীদ বরকত হল ৩. আওয়ামী লীগ ১০ ডিসেম্বর দিবস পালন করে? ক) জুলুম প্রতিরোধ দিবস খ) নির্যাতন প্রতিরোধ দিবস গ) মানবাধিকার দিবস ঘ) শোক দিবস ৪. ‘বিবিসি’ এর সদর দপ্তর কোথায়? ক) লন্ডন খ) আমেরিকা গ) কোরিয়া ঘ) ব্যাংকক ৫. ‘ছয়দফা’ উত্থাপিত হয় কত সালে? ক) ১৯৬৪ খ) ১৯৬৫ গ) ১৯৬২ ঘ) ১৯৬৬ ৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ক) প্রায় ৫ কোটি খ) প্রায় ৭ কোটি গ) প্রায় ৮ কোটি ঘ) প্রায় ৯ কোটি ৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন? ক) চৌ-এন লাই খ) ইন্দিরা গান্ধী গ) কিসিঞ্জার ঘ) এডওয়ার্ভ হিথ ৮. কোন গান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সূচনা গান হিসেবে প্রচারিত হতো? ক) জয় বাংলা, বাংলার জয় খ) কারার ওই লোহ কপাট গ) আমার সোনার বাংলা ঘ) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ৯. ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত মাসনব্যবস্থার অবসান ঘটান? ক) ১৭৭০ খ) ১৭৭২ গ) ১৭৭৪ ঘ) ১৭৭৬ ১০. ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা কখন থেকে উদ্ভব হয় ক) তেতাল্লিশের দুর্ভিক্ষ থেকে খ) সাম্প্রদায়িক দাঙ্গা থেকে গ) দেশ বিভাগ থেকে ঘ) ভাষা আন্দোলনের সময় থেকে ১১. আশরাফ ১৯৭১ সালে ছাত্রলীগের কর্মী ছিল। সে কোন বাহিনীর সদস্য হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল? ক) মুজিব বাহিনীর খ) জিয়া বাহিনীর গ) নৌ কমান্ডারদের ঘ) ভারতীয় নৌবাহিনীর ১২. প্রেসিডেন্ট আইয়ুবের স্বৈরাচারী শাসনের দশ বছর পূর্তি হয় কত সালে? ক) ১৯৬০ খ) ১৯৬২ গ) ১৯৬৫ ঘ) ১৯৬৮ ১৩. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ক) ১০ এপ্রিল খ) ১২ এপ্রিল গ) ১৫ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল ১৪. ব্রিটিশ সরকার কত সালে সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? ক) ১৮৫৮ খ) ১৮৬১ গ) ১৮৬৭ ঘ) ১৮৭৭ ১৫. ভারতবর্ষে পর্তুগাল থেকে এসেছিলেন- র. ভাস্কো-ডা-গামা রর. আলভারেজ কাবাল ররর. আলবুকার্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়- র. হুগলি রর. চট্টগ্রাম ররর. সন্দ্বীপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৭. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ১৮. মৌলিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ক) ইস্কাদার মীর্জা খ) আইয়ুব খান গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) ইয়াহিয়া খান ১৯. লর্ড কার্জন বঙ্গবঙ্গ করেন কত সালে? ক) ১৯০৫ খ) ১৬০৬ গ) ১৯০৭ ঘ) ১৯০৮ ২০. ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন ছিল? ক) জোরালো খ) বিচ্ছিন্ন গ) স্বাভাবিক ঘ) ঘনিষ্ঠ ২১. আব্দুল সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) নোয়াখালী খ) ফেনী গ) চট্টগ্রাম ঘ) চাঁদপুর ২২. কত সালের আইনানুসারে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ক) ১৯৪৬ খ) ১৯৪৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৪৯ ২৩. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ২৪. মুজিবনগর সরকার সমগ্র দেশকে কতটি সেক্টরে ভাগ করে? ক) ৪টি খ) ৬টি গ) ৮টি ঘ) ১১টি ২৫. আবদুল জব্বার লেখাপড়া করতে পারেনি কী কারণে? ক) দারিদ্র্য খ) এতিম গ) দুর্ভিক্ষ ঘ) রাজনৈতিক অস্থিরতা ২৬. ইংরেজ কোম্পানি উপমহাদেশে একচেটিয়া বাণিজ্য করার অধিকার পায় কত সালে? ক) ১৮১৩ খ) ১৮১৪ গ) ১৮১৫ ঘ) ১৮১৬ ২৭. ভাষাশহিদ রফিক কত তারিখে মারা যান? ক) ২০ জানুয়ারি খ) ২১ জানুয়ারি গ) ২৫ মার্চ ঘ) ১৫ আগস্ট ২৮. লর্ড ওয়েলেসলি কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? ক) ফরাসিদের খ) ডাচদের গ) ইংরেজদের ঘ) দিনেমারদের ২৯. ১৩টি সংরক্ষিত আসন কাদের জন্য রাখা হয়? ক) পুরুষদের খ) মহিলাদের গ) যুবকদের ঘ) বৃদ্ধদের ৩০. মুক্তিযুদ্ধে বাঙালিরা ভারতে আশ্রয় নেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক) ইন্দিরা গান্ধী খ) জওহরলাল নেহেরু গ) রাজেন্দ্র প্রসাদ ঘ) মহত্মা গান্ধী ৩১. তাসখন্দ চুক্তির ফলাফল কী? ক) কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তর খ) পাক-ভারত যুদ্ধ বন্ধ করা গ) ভারতকে দমিয়ে রাখা ঘ) পাকিস্তানের ক্ষতি ৩২. ঘোর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন কে? ক) ভ্যান্সিটার্ট খ) লর্ড কর্নওয়ালিস গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড ওয়েলেসলি ৩৩. সিরাজউদ্দৌলা দাক্ষিণাত্যের কোন ফরাসি সেনাপতির সাথে পত্রালাপ করেন? ক) ফ্রাঁসোয়া ফ্যারো খ) দুপ্লেগ) সিনফ্রে ঘ) বুসী ৩৪. বঙ্গভঙ্গ কেন করা হয়? ক) শাসন সুবিধা খ) হিন্দু-মুসলিম বিভেদ তৈরি গ) আর্থিক উন্নতি ঘ) মুসলমানদের উন্নতি ৩৫. কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন কবে? ক) ২৭ জুলাই ১৯৫২ খ) ২৯ মে ১৯৫৪ গ) ২৯ মে ১৯৫৫ ঘ) ৫ আগস্ট ১৯৫৬ ৩৬. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ সরাসরি সমর্থন জানায়? ক) পাকিস্তান খ) আমেরিকা গ) ব্রিটেন ঘ) ভারত ৩৭. কোন চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়? ক) ব্যাঙ্গালোর চুক্তির খ) শ্রীরঙ্গপট্টম চুক্তির গ) কাশিমবাজার চুক্তির ঘ) অযোধ্যা চুক্তির ৩৮. ১৬৯০ থেকে ১৬৯২ খ্রিষ্টাব্দের মধ্যে চন্দননগর পরিণত হয় শক্তিশালী ফরাসি- ক) দুর্গে খ) উপনিবেশে গ) সামরিক অঞ্চলে ঘ) বাণিজ্য কুঠিতে ৩৯. কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান পাকিস্তান বেতারে সম্প্রচার নিষিদ্ধ ছিল? ক) হিন্দু ছিল বলে খ) পাকিস্তানের শত্রু ছিল বলে গ) ভারতের অধিবাসী ছিল বলে ঘ) নোবেল পুরস্কার পাওয়ার কারণে ৪০. মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার ফলাফল কেমন ছিল? ক) সুদূরপ্রসারী খ) নিষ্ক্রিয় গ) অনাকাঙ্খিত ঘ) ফলপ্রসূ ৪১. ১৮৮২ সালের স্থানীয় স্বায়ত্তশাসেনের মাধ্যমে গঠন করা হয়- র. জেলা বোর্ড রর. লোকাল বোর্ড ররর. কমিশন বোর্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) ররর গ) রর ঘ) র ৪২. ‘ফ্রিডম ফাইটার’ বলতে কী বোঝায়? ক) রাজাকার খ) সাহসী ব্যক্তি গ) যুদ্ধে নিহত ব্যক্তি ঘ) মুক্তিযোদ্ধা ৪৩. মীর কাশিমের নতুন রাজধানী মুঙ্গেরে নির্মাণ করা হতো- র. কামান রর. বন্দুক ররর. গোলাবারুদ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৪. পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোন ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার উপদেশ দেয়? ক) ইংরেজি খ) বাংলা গ) হিন্দি ঘ) উর্দু ও আরবি ৪৫. সংগীত শিল্পী রবি শংকর ও ভূপেন হাজারিকা যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল তা হলো- র. সংগীত পরিবেশন করে রর. সংগীতের মাধ্যমে জনমত তৈরি ররর. বাঙালি ও মুক্তিসেনাদের উৎসাহ দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৬. আগরতলা মামলায় আসামিদের বিচারের জন্য নিযুক্ত বিচারপতি কোথাকার? ক) ঢাকার খ) পাকিস্তানের গ) নয়াদিল্লির ঘ) ব্রিটেনের ৪৭. ১৯৭১ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল? ক) ৫ম খ) ষষ্ঠ গ) ৭ম ঘ) ৮ম ৪৮. শেখ মুজিবর কেন স্বাধীনতার ঘোষণাটি ইংরেজিতে দিয়েছিলেন? ক) মানসম্মত ভাষণ হওয়ার জন্য খ) ইংরেজদের খুশি করার জন্য গ) বিশ্ববাসীর বুঝার জন্য ঘ) বাংলা ভালো বলতে না পারায় উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মি. এস. আলমকে দক্ষিণাঞ্চলের প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে প্রেরণ করা হয়েছে। ক্ষমতার লাভ করেই তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠেন এবং রাষ্ট্রের নীতিবিরোধী কাজে লিপ্ত হয়। ফলে রাষ্ট্রজুড়ে তার বিরুদ্দে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে রাষ্ট্রের পার্লামেন্টে মি. এস. আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করা হয় এবং তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। ৪৯. মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে ছিল- র. কুষ্টিয়া রর. যশোর ররর. বাগেরহাট- নিচের কোনটি সঠিক? ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ওয়েলেসলি গ) উইলিয়াম বেন্টিঙ্ক ঘ) লর্ড ডালহৌসী ৫০. শহীদুল্লাহ হলের পূর্ব নাম কি? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (খ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (খ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (গ)
×