ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুন মাসের মধ্যে সরকারী শেয়ার ছাড়ার তথ্য জানানোর নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৭, ১১ মে ২০১৬

জুন মাসের মধ্যে সরকারী শেয়ার  ছাড়ার তথ্য জানানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানার বিভিন্ন কোম্পানিকে আগামী জুন মাসের মধ্যে শেয়ার ছাড়া সংক্রান্ত হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দেয়া হয়েছে। শেয়ার বিক্রির বিষয়ে তাদের প্রস্তুতি কি পর্যায়ে আছে কোম্পানিগুলোকে তাও জানাতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান। বৈঠকে শতভাগ দেশীয় কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু ইউনিলিভার, এভেন্টিসসহ বহুজাতিক কোম্পানিতে থাকা সরকারের শেয়ার বিক্রির বিষয়ে কোন আলোচনা হয়নি। বৈঠক সূত্র জানা গেছে, এ্যাসেসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড ছাড়া আর কোন কোম্পানির শেয়ার অফলোডের বিষয়ে তেমন কোন অগ্রগতি নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। আলোচিত তিন কোম্পানির ক্ষেত্রে আগামী ৩০ জুন সমাপ্য হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে শেয়ার ছাড়া সম্ভব হবে। ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানির আরও ১০ ভাগ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের আরও ১৬ শতাংশ শেয়ার আফলোড করার নির্দেশনা থাকলেও এসব শেয়ারও কাছাকাছি সময়ে বাজারে ছাড়ার কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। উল্লেখ, ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে কিছু সরকারী কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল।
×