ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্লেক্সিবল স্মার্টফোন!

প্রকাশিত: ০৭:৪১, ১১ মে ২০১৬

ফ্লেক্সিবল স্মার্টফোন!

প্রযুক্তির যুগে নানা ধরনের স্মার্টফোন বাজারে আনছে বিভিন্ন নামী দামী কোম্পানি। এসব ফোনে থাকে এইচডি ডিসপ্লে ও হাই-ফাই ক্যামেরার সুবিধা। তাতে কি? সামান্য অসাবধানে ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাদের ফোনটি। পরে আর ফোনটি ঠিক মতো ব্যবহার করতে পারবেন না। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর বিশ্বের প্রথম ফ্লেক্সিবল স্মার্টফোন বাজারে এনেছে বিখ্যাত মোবাইল কোম্পানি হোলোফলেক্স। যে ফোনটিকে আপনি ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। কানাডিয়ান কোম্পানি হোলোফলেক্সের ফ্লেক্সিবল স্মার্টফোনটি আপনি যত খুশি ঘোরান তা কিছুতেই ভাঙা সম্ভব নয়। হোলোগ্রাফিক ফ্লেক্সিবল স্মার্টফোনটিকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। কারণ ইলাস্টিক রবার ব্যান্ডের মতোই ফোনটিকে মোচড়ানো যাবে। আর ফোনটি শুধু ফ্লেক্সিবলই নয়, কোন রকম হেডগিয়ার বা চশমা ছাড়াই থ্রিডি ভিডিও দেখা যাবে এই ফোনে। এই স্মার্টফোন নিয়ে কানাডার কুইন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, স্মার্টফোনের যুগে আলোড়ন তুলতে আসছে এই ফোন। এর আগে এরকম ফ্লেক্সিবল স্মার্টফোন কোন কোম্পানি আনতে পারেনি। Ñসায়ন্সএলার্ট ডটকম
×