ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তনুর বাবা-মাসহ ৯ জনকে ফের সিআইডির জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৭:৪০, ১১ মে ২০১৬

তনুর বাবা-মাসহ ৯ জনকে ফের সিআইডির জিজ্ঞাসাবাদ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ মে ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর বাবা-মা, ভাই ও সহপাঠীসহ ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদ করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দল। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে সকালের দিকে সিআইডি-ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে তনু হত্যা মামলার তদন্ত সহায়ক দলটি কুমিল্লা সিআইডি কার্যালয়ে আসেন। এদিকে হত্যাকা-ের ৫২ দিনেও ঘাতকরা শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি এবং ৪১ দিনেও মেলেনি দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন। জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিআইডি-ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে পরিদর্শক গোলাম মাওলাসহ উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দলটি ঢাকা থেকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে পৌঁছেন। বিকেলের দিকে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, ছোট ভাই নাজমুল হোসেন, চাচাত বোন লাইজু জাহান, সহপাঠী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বিভাগের ছাত্র মাহমুদুল হাসান, শামীম ও তনুর সঙ্গে কুমিল্লা সেনানিবাস এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশনকারী স্থানীয় শিল্পী সোনিয়া সাহা ওরফে শান্তা, শিল্পী সারোয়ার আহমেদ রাসেল, নুরুল ইসলাম খোকনকে সিআইডি কার্যালয়ে ডেকে আনা হয়। বিকেল সাড়ে ৩টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রাত সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা úর্যন্ত সিআইডি’র জিজ্ঞাসাবাদ চলছিল। তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে সিআইডি আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।
×