ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেন হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪০, ১১ মে ২০১৬

দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেন হবে ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত নির্মাণাধীন ফোর লেন মহাসড়কে পাঁচটি ফ্লাইওভার ও ২৬টি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের কাজ সময়মতো শেষ হবে। একই সঙ্গে দেশের প্রতিটি দুই লেনের রাস্তা পর্যায়ক্রমে ফোর লেনে পরিণত করা হবে। এই কাজটি শেষ করার পর দেশের যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে। ইতোমধ্যেই গাজীপুর থেকে টাঙ্গাইল মহাসড়কে ফোর লেনের কাজ শুরু করা হয়েছে। এই সড়কে পাঁচটি ফ্লাইওভার ২৬টি ব্রিজসহ কালভার্ট নির্মাণ করা হবে। মঙ্গলবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সকালে শাহজাদপুর-এনায়েতপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
×