ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প নিয়ে সাদিকের শঙ্কা

প্রকাশিত: ০৬:৩৩, ১১ মে ২০১৬

ট্রাম্প নিয়ে সাদিকের শঙ্কা

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান আশঙ্কা প্রকাশ করেন যদি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে সাদিক খানের প্রবেশে বাধা আসতে পারে। তাঁর ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের কারণেই হয়ত মার্কিন কর্তৃপক্ষ ভিসা প্রদানে অনীহা প্রকাশ করতে পারে। এ কারণে সাদিক খান অতি শীঘ্রই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান এবং তা অবশ্যই আগামী জানুয়ারির আগে। যুক্তরাজ্যের লেবার মনোনীত প্রার্থী সাদিক খান গত শনিবার লন্ডনের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। কনজারভেটিব প্রার্থী ধনকুব জ্যাক গোল্ডস্মিথকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন এই পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাতকারে সাদিক ট্রাম্প নিয়ে এ মন্তব্য করেন। সাদিক বলেন, ‘আমি জানুয়ারির আগেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চায়। যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেন তাহলে তিনি হয়ত আমার ধর্মীয় বিশ্বাসের কারণে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে। প্যারিসে আইএস হামলার পর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্পের এমন বর্ণবাদী মন্তব্যে অবশ্য বিশ্বব্যাপী তীব্র সমালোচনার ঝড় বয়েছিল। লন্ডন নির্বাচনেও সাদিক খানকে কনজারভেটিবদের এমন বর্ণবাদী মন্তব্য সহ্য করতে হয়েছিল। তার মুসলিম বিশ্বাস ও পরিচয়ের জন্য তাকে গোল্ডস্মিথ উগ্রবাদী ও মৌলবাদীদের প্রতি সহানুভূতিশীল এমন কটাক্ষ্য করেছিলেন। কিন্তু ব্রিটেনের জনগণ কনজারভেটিবদের এমন সামাজিক বিভক্তিকে সামাজিক গুরুত্ব না দিয়ে বরং সৌহার্দ্য ও ঐক্যের পক্ষে রায় দেয়। রাষ্ট্রের যে বহুবাদের মতবাদের ধারাকে ভোট দিয়ে প্রতিষ্ঠা করেন। সূত্র : ইনডিপেনডেন্ট
×