ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুত্র হত্যার দায়ে মাসহ দু’জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৫:২০, ১১ মে ২০১৬

পুত্র হত্যার দায়ে  মাসহ দু’জনের  মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১০ মে ॥ শিশু সন্তানকে হত্যার দায়ে মাসহ দু’জনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দীন মঙ্গলবার দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলো পলাশ উপজেলার উত্তরচরপাড়া এলাকার চার মিয়ার স্ত্রী জাহানারা আক্তার ওরফে গুলু বেগম ও গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলার খলাপাড়ার হানিফ শেখ। উল্লেখ্য, চারু মিয়া স্ত্রী সন্তানদের নিয়ে পলাশ উপজেলার ঘোড়াশালে উত্তরচরপাড়া ডাকঘর সড়কের একটি বাড়িতে ভাড়া থাকত। এরই মধ্যে পরিচয় ঘটে হানিফ শেখের সঙ্গে। সে সুবাদে হানিফ শেখ প্রায়ই চারু“মিয়ার ভাড়া বাসায় আসা-যাওয়া শুরু করে এবং চারু মিয়ার স্ত্রী জাহানারার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি টের পেয়ে চারু মিয়া তার বাসায় হানিফ শেখকে আসতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় হানিফ শেখ। ২০১১ সালের ৫ অক্টোবর থেকে চারু মিয়ার ছেলে ছানাউল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন চারু“মিয়া পলাশ থানায় বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি করে। ৩ দিন পর ৮ অক্টোবর উত্তরচরপাড়া একটি জঙ্গলে ছেলের লাশ পাওয়ার পর স্ত্রী জাহানারা ও তার প্রেমিক হানিফ শেখের প্রতি সন্দেহ হয় চারু মিয়ার। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকা-ের কথা স্বীকার করে। গাজীপুরে পুত্রবধূর নিজস্ব সংবাদদাতা, গাজীপুর থেকে জানান, শাশুড়িকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে পুত্রবধূকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. কে.এম এনামুল হক মঙ্গলবার ওই রায় দেন। দ-প্রাপ্তের নাম মোসাঃ রোজিনা। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভারুয়ামারী গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে এবং গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক উত্তর পাড়া এলাকার পারভেজের স্ত্রী। সে আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি রাতে রোজিনা তার ঘুমন্ত শাশুড়িকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
×