ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের রানিংমেট হবেন না রুবিও

প্রকাশিত: ০৪:০৫, ১১ মে ২০১৬

ট্রাম্পের রানিংমেট  হবেন না রুবিও

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হতে চান না বলে প্রকাশ্যে ও দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও। তিনি এখনও ট্রাম্পের প্রচার কৌশল ও নীতির প্রতি ভিন্নমত পোষণ করেছেন। এর মাধ্যমে তিনি ট্রাম্পকে সমর্থন না দেয়া রিপাবলিকানদের তালিকায় যোগ দিলেন। খবর গার্ডিয়ানের। রিপাবলিকান পার্টির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুবিও। তিনি মার্চ মাসে মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ান। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, তার ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট হতে মোটেও কোন আগ্রহ ছিল না। রুবিও তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি নিজেকে কখনও ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইনি, ভবিষ্যতেও চাইব না এবং এখনও চাই না। ট্রাম্প একজন ভাল রানিংমেট পাবেন, যিনি তার নির্বাচনী প্রচার কৌশল নীতি সম্পূর্ণভাবে গ্রহণ করবেন। রিপাবলিকান ভোটাররা ডোনাল্ড ট্রাম্পকে একমাত্র জিওপি মনোনীত হিসেবে বাছাই করলেও, তার নির্বাচনী প্রচার প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই আমার যে ভিন্নমত এবং তার অনেক নীতি নিয়ে উদ্বেগ ছিল, তা এখনও অপরিবর্তিত রয়েছে। আমেরিকান স্প্যানিশ ভাষার টিভি ইউনিভিশনকে দেয়া এক সাক্ষাতকারেও রুবিও বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার কোন ইচ্ছা নেই আমার। এটি আমি আগেও স্পষ্ট করেছি।
×