ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুন্দ্রাটিকি ট্রাজেডির চার্জশীট আবারও গৃহিত হয়নি ॥ ৫ আসামীকে জেলে প্রেরন

প্রকাশিত: ০১:১৮, ১০ মে ২০১৬

সুন্দ্রাটিকি ট্রাজেডির চার্জশীট আবারও গৃহিত হয়নি ॥ ৫ আসামীকে জেলে প্রেরন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ দুই আসামীর মিস কেইস থাকায় বহুল আলোচিত হবিগঞ্জের সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন সহ চার শিশু হত্যা মামলার চার্জশীট আবারও গ্রহন করেনি আদালত। শুধু তাই নয়, সংশ্লিস্ট মামলায় আটক প্রধান আসামী দুর্ধষ লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘালের দুই পুত্র জুয়েল, রুবেল এবং শাহেদ, সালেহ আহমেদ ও বশিরের জামিন মঙ্গলবার দুপুরে প্রার্থনা করা হলে তা না মঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন একই আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলম। এদিকে বিজ্ঞ বিচারক এই মামলায় পুলিশের দাখিলকৃত উক্ত চার্জশীট ও আসামীদের জামিন শুনানীর জন্য আগামী ২৫ মে পুনঃ তারিখ নির্ধারন করেছেন। ফলে এই মামলার চার্জশীট গ্রহন দ্বিতীয়বারের মত পেছালো। তার আগে গত ৫ এপ্রিল সংশ্লিস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা সংস্থার সাবেক ওসি মো. মুক্তাদির হোসেন ৯ জনকে অভিযুক্ত করে এই চাঞ্চল্যকর শিশু হত্যাকান্ড মামলাটির চার্জশীট একই আদালতে দাখিল করেছিলেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাজেল, মনির ও শুভ সহ একই এলাকার মাদ্রাসা ছাত্র ইসমাইলকে অপহরন করে দুর্বৃত্তরা। পরে এই কোমলমতি শিশুদেরকে সংশ্লিস্ট এলাকার ইসাবিল নামক স্থানে নির্মমভাবে হত্যার পর বালির স্তুপের নীচে পুতে রাখে।
×