ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০১:০৪, ১০ মে ২০১৬

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ আদালত অবমাননার দায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুর রব চৌধুরী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা। মামলার অপর আসামিরা হলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ-বিভাগের পরিচালক দহিদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান, টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যনেজার মোখলেছ গনি, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশ, রংপুর পল্লীী বিদ্যুতের সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এবি সিদ্দিক। জানা যায়, ২০১২ সালে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মাজদার হোসেনকে চাকরিচ্যুত করে বিআরইবি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ আদেশের বিরুদ্ধে একই বছর উচ্চ আদালতে রিট করেন মাজদার হোসেন।
×