ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার লিভ টু আপীল

প্রকাশিত: ০১:০২, ১০ মে ২০১৬

খালেদা জিয়ার লিভ টু আপীল

স্টাফ রিপোর্টার॥ গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে লিভ টু আপীল (আপীল অনুমতি আবেদন) করা হয়েছে। মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করা হয়। আবেদনে হাইকোর্টের রায় বাতিলের পাশাপাশি নিম্ন আদালতে চলমান গ্যাটকো মামলার বিচারকাজে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, গ্যাটকো মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল আবেদন করা হয়েছে। আপীল বিভাগের চেম্বার বিচারপতির আদালতের কার্যতালিকায় এলে শিগগিরিই ওই আবেদনের শুনানি হবে। আপীল প্রসঙ্গে মাহবুব উদ্দিন বলেন, মন্ত্রিসভার ক্রয় কমিটি গ্যাটকো নামক প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছিল। পরে রুলস অব বিজনেস অনুযায়ী সেটি প্রধানমন্ত্রীর দফতরে যায়। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে বিষয়টি অনুমোদন করেন। এটি রাষ্ট্রীয় একটি নীতি নির্ধারণী বিষয়। এখানে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। এ জন্য হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপীল করা হয়েছে।
×