ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জের স্কুলে জাপানী নীতি বাক্যের বই বিতরণ

প্রকাশিত: ২৩:৪৬, ১০ মে ২০১৬

মুন্সীগঞ্জের স্কুলে জাপানী নীতি বাক্যের বই বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জের স্কুলে জাপানী নীতি বাক্যের বই বিতরণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোর পর জাপান উন্নয়নে যে ১৭টি নীতি বাক্যের ভর করে এগিয়েছে। তার বাংলা সংস্কণের এই বই সদর উপজেলার মহাকালী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। মঙ্গলবার এই উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের সমাজ সংস্কারক হিরাৎসুকা ইউজো। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাজিবুল হাসান সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান গ্লোলিয়া ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ। জাপান নিরনি ও মানাব-কাই বাংলাদেশের গ্লোলিয়া ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিকতা বৃদ্ধিতে কাজ করছে। বাংলাদেশের এমন ২০ হাজার বই বিতরণ চলছে। বইটিতে ১৭টি নীতি বাক্যের মধ্যে রয়েছে- “মানুষ একে অপরের আয়না স্বরূপ, মহাবিশ্ব আমাদের শিক্ষক”, “আশা হলো হৃদয়ের সূর্যালোক”, “অর্জনের জন্য ত্যাগ কর” ও “উৎস্যকে ভুলা যাবেনা, আবার সমাপ্তিকেও অবহেলা করা যাবে না” ইত্যাদি। এর মৌলিক রচয়িতা তাসিআকি মারুইয়ামা। বইটি সংকলন করেছেন তাশিও মারুইয়ামা।
×