ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:১০, ১০ মে ২০১৬

প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামী প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় তার ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, রায় কার্যকরের সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আসামির ক্ষমা চাওয়া না চাওয়ার উপর কার্যকরের বিষয়টি নির্ভর করছে। কবে ফাঁসি কার্যকর হবে সে বিষয়ে মন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, দেখতে পাবেন।’ রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজের পূর্ণাঙ্গ রায় গতকাল সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেমড) সেলে থাকা নিজামীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। নিজামীকে গত রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এদিকে, ফাঁসি কার্যকর করতে জল্লাদ রাজুকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রাজু ছাড়াও আরো সাত জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে।
×