ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৬ হাজারের স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক!

প্রকাশিত: ১৯:২৪, ১০ মে ২০১৬

১৬ হাজারের স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক!

অনলাইন ডেস্ক ॥ জরিমানা করা হল নাইজিরিয়া ফুটবল ফেডারেশনকে। কারণটা যদিও বেশ অদ্ভুত। আফ্রিকা কাপ অফ নেশনসের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ চলছিল জাতীয় দল ও মিশরের মধ্যে। কাদুনার আহমাদু বেল্লো স্টেডিয়ামে চলছিল খেলা। যে স্টেডিয়ামে বসতে পারে ১৬ হাজার দর্শক, সে দিন সেখানে ভিড় জমিয়েছিলেন ৪০ হাজার মানুষ। মার্চ মাসের এি ঘটনার জন্য সোমবার নাইজিরিয়া ফুটবল ফেডারেশনকে জরিমানা করল কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। যেখান থেকে ম্যাচের লাইভ টেলিকাস্ট চলছিল, সেই টাওয়ারেও উঠে বসেছিলেন সমর্থকরা। সঙ্গে স্টেডিয়ামের ছাদ, কার্নিশও বাকি ছিল না। যার ফলে খেলোয়ার ও সমর্থকদের নিরাপত্তা চূড়ান্ত ভাবে বিঘ্নিত হয়েছিল। যে কোনও সময় ঘটে যেতে পারত বড় দূর্ঘটনা। সৌভাগ্যক্রমে তেমন কিছু ঘটেনি। হাড্ডাহাড্ডি সেই ম্যাচ অবশ্য শেষ হয়েছিল অমিমাংসিত অবস্থায়, ১-১ গোলে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×