ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৮:৫৫, ১০ মে ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

স্টাফ রিপোর্টার। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৯টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে এগারোটা পর্যন্ত চলে। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়। বৈঠকে বর্তমানে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, খালেদা জিয়ার মামলা এবং সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমানের কারাবাস ও এর পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
×