ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মৌলিক নাট্যদল সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬:৩৭, ১০ মে ২০১৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মৌলিক নাট্যদল সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অন্যতম নন্দিত নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দলের শান্তিনগরের কার্যালয়ে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশের মৌলিক নাটকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এক গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং চার কৃতী নাট্যকর্মীকে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ। বক্তব্য রাখেন সিনিয়র নাট্যকর্মী আবদুল হক, দলের সহ-সভাপতি মনি বেগম, নাট্য নির্মাতা উৎপল সর্বজ্ঞ, অঙ্গীকার নাট্যদলের সাধারণ সম্পাদক আসিফ মোঃ নজরুল, ঢাকা মৌলিক নাট্যদলের সহসভাপতি অলি উল্লাহ অলি, সাধারণ সম্পাদক নিলয় রহমান, অর্থ সম্পাদক অহি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নিলয়, অহিদুল ইসলাম অপু, জাভেদ আকাশ, মিলন, আহমেদ সাজু প্রমুখ। সম্মাননাপ্রাপ্তরা হলেন আজীবন সম্মাননা-২০১৬ মিলন কান্তি দে, কৃতী নাট্যকর্মী সম্মাননা ২০১৬ মোহাম্মদ জাভেদ আকাশ, সভাপতি সম্মাননা ২০১৩ মোঃ অলিউল্লাহ অলি, সভাপতি সম্মাননা ২০১৪ নিলয় রহমান এবং সভাপতি সম্মাননা ২০১৫ পেয়েছেন অহি চৌধুরী। ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ এ সম্মাননা তুলে দেন। তবে মিলন কান্তি দে উপস্থিত না থাকায় তার আজীবন সম্মাননার পুরস্কার পরে দেয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০০৯ সালের ৭ মে যাত্রা শুরুর পর এ পর্যন্ত দুটি মঞ্চনাটক এবং দুটি পথনাটকের ১৯টি মঞ্চায়ন করেছে ঢাকা মৌলিক নাট্যদল। এর মধ্যে প্রথম পথনাটক প্রযোজনা ‘পাথর’ নাটকের ৬টি, মঞ্চনাটক ‘বৃত্তে বিপ্রতীপ’ ৫টি, ‘অংকুর’এর ৪টি এবং ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ পথনাটকের ৪টি মঞ্চায়ন হয়েছে। এছাড়াও আরও দুটি মঞ্চনাটক এবং একটি পথনাটক মঞ্চায়নের লক্ষ্যে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন দলের কর্মীরা। চলতি বছরেই নাটকগুলো মঞ্চে আসার সম্ভাবনা রয়েছে ।
×