ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারায় সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

রাজশাহীতে ৪ গ্রাম পুরুষশূন্য

প্রকাশিত: ০৪:৩৩, ১০ মে ২০১৬

রাজশাহীতে ৪ গ্রাম পুরুষশূন্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দু’পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম বুলু। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর সোমবার ভোরে রাজশাহী নগরীর সিডিএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। চিকিৎসকরা জানান, তার কানের পাশ দিয়ে গুলি লেগে মাথা দিয়ে বের হয়ে যায়। সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল হোসেন জানান, সোমবার ভোর ৫টার দিকে জাহিদুল ইসলাম মারা যান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ১২শ’ জনের বিরুদ্ধে পুলিশের মামলা দায়েরের পর কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে হাটগাঙ্গোপাড়া ও আশপাশের চারটি গ্রাম। আটককৃতরা পুলিশী পাহারায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এরা হলেনÑ মুন্তাজ আলী, উজ্জল হোসেন, মোসলেম উদ্দীন, মাইনুল ইসলাম, ইসহাক আলী, আলম হোসেন এবং আতাউর রহমান। গ্রেফতার অপর তিনজনের নাম পাওয়া যায়নি। তবে এদের মধ্যে উজ্জল ও মোসলেম ছাড়া বাকি সবাই গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের সবার বাড়ি বাগমারার আউচপাড়া ইউনিয়নের কোন্দা ও সানন্দি গ্রামে। এরা সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক। বাগমারা থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পর রবিবার রাতে তাদের পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। তারা সুস্থ হলে আদালতে চালান দেয়া হবে।
×