ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হামলায় নিহত ৭

ফিলিপিন্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ০৪:২৬, ১০ মে ২০১৬

ফিলিপিন্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

ফিলিপিন্সে সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকে জনগণ দল বেঁধে ভোট কেন্দ্রগুলোতে ভিড় করেন। প্রখর সূর্যালোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তারা ‘আনন্দ নিয়ে’ ভোট দেন। এদিকে একটি গাড়িবহরের ওপর অতর্কিত হামলায় অন্তত সাতজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর এএফপির। একই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টসহ জাতীয় ও স্থানীয় প্রশাসনের নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন মারা যাওয়ার পর ভোটগ্রহণ নির্বিঘœ করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়। এক লাখেরও বেশি পুলিশ কর্মকর্তা ভোটকেন্দ্রগুলো পাহারা দেয় বলে জানা গেছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করলেও কট্টর ডানপন্থী প্রার্থী রড্রিগো দুয়ের্তে-ই শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের শহর দাভাদোর ২২ বছর ধরে নির্বাচিত এই মেয়র নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোতে বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন। প্রচারণায় দুয়ের্তে অর্থনীতি সংস্কার, অবকাঠামো উন্নয়ন, অসাম্য ও ভয়াবহ দুর্নীতি নির্মূলের বিষয়গুলোর পাশাপাশি চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর মালিকানা নিয়ে চলমান বিরোধের বিষয় তুলে ধরেন। গুরুত্ব দেন আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়কে। নীল রঙের পরিবার ! যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে এমনই এক পরিবারের খোঁজ পাওয়া গেছে যাদের সবারই গায়ের রং নীল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সেখানে বাস করছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম মিথেমোগ্লোবিনেমিয়া। জিনগত ত্রুটির কারণেই এরকম নীল রঙের ত্বক হয়। প্রধানত নিজের পরিবারের মধ্যে প্রজনন হলেই এই ধরনের জিনগত রোগ দেখা যায়। - এবিসি নিউজ ঘুমন্ত গ্রাম ! কাজাখস্তানের কলাচি গ্রাম। রহস্যজনক কারণে এখানে ঘুমিয়ে সবাই। ঘণ্টার পর ঘণ্টা... দিনের পর দিন... সপ্তাহের পর সপ্তাহ। বাইরে থেকে কেউ গেলে, ঘুমিয়ে পড়ছেন তাঁরাও। রহস্যজনক এই রোগের কারণ বলতে পারছেন না চিকিৎসকরা। সর্বপ্রথম ২০১০ সালে এটি ধরা পড়ে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঝিমুনিভাব, আলস্য, হাঁটতে অসুবিধা, ঠিকমতো দাঁড়াতে না পারা, ভুলে যাওয়া এই রোগের লক্ষ্মণ। সাবেক সোভিয়েতের একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনির পাশে গ্রামটি অবস্থি। গ্রামের অনেকেই এর পেছনে তেজস্ক্রিয়া বিকিরণকে দায়ী করেছেন। - গার্ডিয়ান
×