ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীবাড়ীতে নৌকায় ভোট দেওয়ায় গৃহবধুকে নির্যাতন

প্রকাশিত: ০২:২৭, ১০ মে ২০১৬

টঙ্গীবাড়ীতে নৌকায় ভোট দেওয়ায় গৃহবধুকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌকা প্রতীকে ভোট দেওয়ায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামে সোমবার এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসাইল গ্রামের জহুর কাজির মেয়ে এক সন্তানের জননী জরিনা বেগম (২২) গত শনিবার ৪র্থ ধাপের ইউপি পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেন। এর জের ধরে জরিনা বেগমের স্বামী একই গ্রামের জব্বর গাইনের ছেলে মো. মনির গাইন (২৪) তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহতের মা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। টঙ্গীবাড়ী থানা ডিউটি অফিসার সাদেকুর রহমান জানান,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রাহন করা হবে।
×