ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে প্রতিপক্ষের হামলায় দর্জি নিহত

প্রকাশিত: ০০:২৫, ৯ মে ২০১৬

বরিশালে প্রতিপক্ষের হামলায় দর্জি নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাইসাইকেলে ধাক্কা লাগার জেরধরে বাগ্বিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় হারুন গাজী (৫০) নামের এক দর্জি দোকানী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে হামলায় আহত হারুন গাজীকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। নিহত হারুন গাজী নগরীর সাগরদি এলাকার চান্দু মার্কেটের দর্জি ব্যবসায়ী এবং ওই এলাকার বাসিন্দা। নিহতের ভাই ছালাম গাজী বলেন, তার আরেক ভাই মনির হোসেন বাসা থেকে বাইসাইকেলযোগে চান্দু মার্কেটে আসছিলেন। এসময় একই এলাকার হোটেল ব্যবসায়ী সোহাগের গায়ে সাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে মনিরকে মারধর করে সোহাগ। এ ঘটনার প্রতিবাদ করায় সোহাগের ভাই আলামিন ও রুবেল হামলা চালিয়ে তার ভাই হারুন গাজীকে আহত করেন। কোতোয়ালী মডেল থানার এএসআই এইচ.এম সবুর হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে হারুন গাজী কর্তৃক হোটেল ভাংচুরের অভিযোগ করেন সোহাগ। এ অভিযোগের ভিত্তিতে তিনি হারুন গাজীকে আটক করে পুলিশ ভ্যানে তুলেছিলেন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি মীমাংসার কথা বলে হারুন গাজীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখেন। পরবর্তীতে হারুন গাজীকে শেবাচিম হাসাপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক ডাঃ মানুনুর রশীদ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ শারিরিক আঘাতে হয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। কোতোয়ালী মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×