ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনী প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা

প্রকাশিত: ০০:২৩, ৯ মে ২০১৬

ফেনী প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। সকাল সোমবার বেলা ১১ টায় ফেনী শহীদ মিনার চত্ত্বরে সমকাল স্টাফ রিপোটার শাহজালাল রতনের সভাপতিত্বে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ফেনী প্রেসক্লাবে বর্বরোচিত হামলার ঘটনাটিকে পুলিশ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপর একটি মিথ্যা মামলা গ্রহন করে। এমতাবস্থায় মামলাটির তদন্ত ভবিষ্যত নিয়ে সাংবাদিকরা সংশয় প্রকাশ করেন। অবিলম্বে মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান সাংবাদিক নেতারা। একই সাথে জড়িত সাংবাদিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বহিস্কারের দাবী জানানো হয়। গত ২ মার্চ সোমবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে প্রবেশ করে ক্লাব সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে এ সময় আরো ৪ সাংবাদিক আহত হন। বর্তমানে রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
×