ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিএনপি ক্ষয়িষ্ণু আর জাতীয় পার্টি বর্ধিষ্ণু’- এরশাদ

প্রকাশিত: ০০:০৬, ৯ মে ২০১৬

‘বিএনপি ক্ষয়িষ্ণু আর জাতীয় পার্টি বর্ধিষ্ণু’- এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ ‘বিএনপি ক্ষয়িষ্ণু আর জাতীয় পার্টি বর্ধিষ্ণু’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সোমবার দুপুরে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে পার্টির নতুন লগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৪ মে জাতীয় পার্টির কাউন্সিল উপলক্ষে এরশাদ বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এখনই। মানুষ জাতীয় পার্টিকে চায়। বিএনপিকে চায় না। তাদের কর্মকান্ডের কারণে মানুষ বিএনপিকে এখন আর ভালো বাসেনা। তাই দলটি দিন দিন তলানির দিকে যাচ্ছে। আর দেশবাসী আমাদের বাল বাসে বলেই ভোট দেয়। জাতীয় পার্টি এখন বিএনপির চেয়ে জনপ্রিয়। তাই বিরোধী দলে আছে। এরশাদ বলেন, আসন্ন কাউন্সিলে লাখো জনতার সমাবেশ কে রদেখিয়ে দিতে হবে রয, জাতীয় পার্টি জেগে আছে। জাতীয় পার্টি হারায়নি বলেও মন্তব্য করেন তিনি।
×