ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিগুণ হলো ঢাকা সিটি করপোরেশনের আয়তন

প্রকাশিত: ২৩:৪২, ৯ মে ২০১৬

দ্বিগুণ হলো ঢাকা সিটি করপোরেশনের আয়তন

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে মোট ১৬টি ইউনিয়ন যুক্ত করা হয়েছে। এতে ঢাকা সিটি করপোরশনের আয়তন বেড়ে হয়েছে দ্বিগুণ। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নিকারের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটটি এবং দক্ষিণ সিটি করপোরেশনে আটটি করে মোট ১৬টি ইউনিয়ন যোগ হচ্ছে। এতে প্রায় ১২৯ বর্গকিলোমিটারের সিটি করপোরেশনের আয়তন বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হচ্ছে, যা প্রায় দ্বিগুণ। মোহাম্মদ শফিউল জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হচ্ছে, বেরাইত, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, দক্ষিণ খান, উত্তর খান ও ডুমনি ইউনিয়ন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হচ্ছে শ্যামপুর, মাতুয়াইল, দনিয়া, সারুলিয়া, দক্ষিণগাঁও, ডেমরা, মান্ডা ও নাসিরাবাদ ইউনিয়ন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠকটি প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
×