ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও একধাপ এগুচ্ছে পারমানবিক বিদ্যুত উৎপাদনের কাজ

প্রকাশিত: ২১:১৪, ৯ মে ২০১৬

আরও একধাপ এগুচ্ছে পারমানবিক বিদ্যুত উৎপাদনের কাজ

অর্থনৈতিক রিপোর্টার॥ চলতি মাসেই আরো একধাপ এগোচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ। এ মাসেই রাশিয়ার সাথে প্রকল্পটি নির্মাণে ঋণচুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগামী বছর আগস্টের মধ্যেই প্ল্যান্ট নির্মাণের মূল কাজ শুরু হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে- নির্ধারিত সময়েই স্বল্পমূল্যের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে প্ল্যান্টটি থেকে। পাবনা শহরের অদূরে ঈশ্বরদী উপজেলার রূপপুরের মাটিতে ধাপ-ধাপে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ। প্রকল্পটির মূল নির্মাণ কাজ শুরু হতে এখনো বাকি প্রায় বছরখানেক। কিন্তু, বিশেষায়িত এই প্ল্যান্ট গড়ে তুলতে প্রাথমিক কাজ এগিয়েছে প্রায় ৮০ ভাগের ওপর। তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক রি-অ্যাক্টর ব্যবহার করে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সম্প্রতি প্রকল্পটির বর্তমান অবস্থা নিয়ে রূপপুরে অনুষ্ঠিত সভা শেষে স্টিয়ারিং কমিটির সদস্যগণ জানান- নির্ধারিত সময়েই উৎপাদনে আসবে প্ল্যান্টটি। এ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ঠিকাদার নিজিই কথা দিয়ে গেছে ২০২২ সাল যেহেতু তোমাদের স্বাধীনতার ৫০ বছরপূর্তি তাই আমরা অন্তত একটা হলেও দেয়ার চেষ্টা করবো। সূক্ষ্ম প্রযুক্তি নির্ভর এই কেন্দ্রের পরিচালনগত সক্ষমতা অর্জনেও দেশীয় কর্মী তৈরির নানা পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকার বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়নের প্রতিটি ধাপ সময়মত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় একযোগে কাজ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ##
×