ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের পর্দায় পোস্ট মাস্টার

প্রকাশিত: ২০:৩৩, ৯ মে ২০১৬

ফের পর্দায় পোস্ট মাস্টার

অনলাইন ডেস্ক॥ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মদিনে তাঁর একটি উপন্যাস এবং একটি ছোট গল্পের চলচ্চিত্রায়নের খবর সামনে এল। বহুমুখি সম্পর্ক আর পরাধীন ভারতের রাজনীতি নিয়ে লেখা ‘চার অধ্যায়’ নিয়ে বহু আলোচনা হয়েছে। সেই উপন্যাসকেই পর্দায় নিয়ে এসেছেন পরিচালক নীতিশ মুখার্জি। ২০১৫-র কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটির স্ক্রিনিং হয়েছিল। ৬ মে হলে রিলিজ করেছে। পরিচালক জানালেন, ১৯৩৩ সালে লেখা রবীন্দ্রনাথের উপন্যাসকে দর্শকদের বোঝার মত করে তিনি নির্মাণ করেছেন। এর পাশাপাশি খুব শিগগিরই রিলিজ করবে ‘পোস্ট মাস্টার’। প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিত রায় ‘তিন কন্যা’ সিরিজের প্রথম সিনেমাটা তৈরি করেছিলেন ‘পোস্ট মাস্টার’ গল্প অবলম্বনে। এবার নতুন করে সেই গল্পই পর্দায় আনছেন পরিচালক সৃজন বর্ধন। সৃজনের প্রথম সিনেমা ‘পোস্ট মাস্টার’-এর স্ক্রিনিং হয়েছে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরিচালক জানিয়েছেন, সাতের দশকে গ্রামীণ বাংলার প্রেক্ষাপটে এই সিনেমা। তবে ১৩ বছরের রতনের বয়স এই সিনেমায় একটু বেশি।‌
×