ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডায় আগুন ॥ ফোর্ট ম্যাকমারি শহরের ২০ ভাগ পুড়ে গেছে

প্রকাশিত: ১৮:৫৮, ৯ মে ২০১৬

কানাডায় আগুন ॥ ফোর্ট ম্যাকমারি শহরের ২০ ভাগ পুড়ে গেছে

অনলাইন ডেস্ক॥ কানাডার আলবার্তে প্রদেশের শহর ফোর্ট ম্যাকমারির ২০ ভাগ পুড়ে গেছে বলে বিবিসিকে জানিয়েছে সেখানকার স্থানীয় সংসদ সদস্য ডেভিড ইয়রদিগা। শহরে আবার মানুষ ফিরে আসার আগে আগুনে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। সেখানে আগুন লাগলে জরুরি অবস্থা জারির পর শহরের নিকটবর্তী ও আশ-পাশের এলাকার প্রায় এক লাখ মানুষকে স্থানান্তর করা হয়। কানাডার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অবশেষে দাবানল কমে আসছে। ধারণা করা হয়েছিল প্রায় ১৮০০ বর্গ কিলোমিটার জুরে আগুন ছড়িয়ে পড়বে। কিন্তু ফায়ার ফাইটাররা জানিয়েছে ১৬১০ বর্গ কিলোমিটারের মধ্যেই দাবানলটি রয়েছে। এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলেও দাবানলের গতি কমে এসেছে। ইয়রদিগা বলেছেন, ২০ ভাগ ঘর আগুনে পুড়ে গেছে। আশার বিষয় হল- অবশিষ্ট বাড়িগুলো সম্পূর্ণ অক্ষত আছে। যতটা ক্ষয়-ক্ষতি আশা করা হয়েছিল, তার থেকে অনেক কম ক্ষতি হয়েছে।
×