ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রান পেলেন সাকিব, হারল কলকাতা

প্রকাশিত: ০৮:৫১, ৯ মে ২০১৬

 রান পেলেন সাকিব, হারল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ব্যাট হাতে টানা ব্যর্থতার পর রান পেয়েছেন বাংলাদেশী তারকা সাকিব-আল হাসান। তবে রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তার দল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানের সাদামাটা ইনিংস গড়ে গৌতম গাম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা। এক পর্যায়ে ২৪ রানে ৪ উইকেট হারানো নাইটদের সম্মানজনক স্কোর এনে দেন সাকিব ও ইউসুফ পাঠান। অবিচ্ছিন্ন ১৩০ রান যোগ করেন দু’জনে, আইপিএলে পঞ্চম উইকেট জুটিতে যা নতুন রেকর্ড। সাকিব ৪৯ বলে ৪ চার ও সমান ছক্কায় ৬৬ ও পাঠান ৬৩ রান নিয়ে অপরাজিত থাকেন। মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ‘নায়ক’ প্রতিপক্ষ পেসার প্রবীণ কুমার। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করে আউট হন দিনেশ কার্তিক। এছাড়া এ্যারন ফিঞ্চ ৩ চার ও ২ ছক্কায় মাত্র ১০ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে জয় ত্বরান্বিত করেন। বল হাতে ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাকিব। আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা আর ব্রাড হগও নিয়েছেন সমান ১টি করে উইকেট। ১১ খেলায় সপ্তম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সুরেশ রায়নার গুজরাট। মুস্তাফিজুর রহমানদের সানরাইজার্স হায়দরাবাদ দ্বিতীয় ও কলকাতা আছে তৃতীয় স্থানে।
×