ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টে বিচারক নিয়োগে গাইডলাইন তৈরি প্রশ্নে রুলের শুনানি ১০ মে

প্রকাশিত: ০৮:১২, ৯ মে ২০১৬

সুপ্রীমকোর্টে বিচারক নিয়োগে গাইডলাইন তৈরি প্রশ্নে রুলের শুনানি ১০ মে

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টে বিচারক নিয়োগে দিকনির্দেশনা (গাইডলাইন) তৈরি প্রশ্নে ছয় বছর আগে হওয়া রুল চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে উঠছে। রবিবার হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে আগামী ১০ মে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে। কার্যতালিকায় দেখা যায়, শুনানির জন্য প্রধান বিচারপতি কর্তৃক পাঠানো বলে ‘রাগীব রউফ চৌধুরী বনাম আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও অন্যান্য’ শিরোনামে বিষয়টি আংশিক শুরু হিসেবে তালিকার ১১৮ নম্বর ক্রমিকে রয়েছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রীমকোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাইকোর্টে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মোঃ ইমান আলী (বর্তমানে আপীল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ রুল দেয়।
×