ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হলো নিজামীকে

প্রকাশিত: ০৮:০৫, ৯ মে ২০১৬

কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হলো নিজামীকে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাকে বিশেষ নিরাপত্তায় রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেল রজনীগন্ধ্যায় রাখা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যেই একজন ডেপুটি জেলারের নেতৃত্বে ফাঁসির মঞ্চ আলোকিত করা ও মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। কাশিমপুর কারাগার পার্ট-২-এর কারারক্ষী জাহাঙ্গীর আলম রাতে জানান, পুলিশের প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। সুপ্রীমকোর্ট নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়া সংক্রান্ত আদেশের কপি কাশিমপুর কারাগারে এসে পৌঁছেছে কিনা অথবা নিজামীকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ সদস্য সাক্ষাত করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে বন্দী অবস্থায় মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার আবেদন গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। ওই দিন দুপুরে কারাগারে তার কাছে থাকা একটি এক ব্যান্ডের রেডিওর মাধ্যমে মৃত্যুদ- বহাল রাখার খবর শুনেছেন। এরপরই পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার তার রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কাশিমপুর কারা চত্বর ও আশপাশের এলাকায় নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছিল।
×