ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফায় সংস্কারে সমর্থন চান ইনফ্যান্টিনো

প্রকাশিত: ০৬:৩৫, ৯ মে ২০১৬

ফিফায় সংস্কারে সমর্থন চান ইনফ্যান্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর অনেক চড়াই-উৎরাই পেরোতে হয়েছে। দুর্নীতির করাল থাবা গ্রাস করে একেবারে টালমাটাল করে তুলেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট সেপ ব্লাটারসহ অনেক বড় কর্মকর্তাকেই বরখাস্ত করা হয়েছে। তবে ইতোমধ্যেই নতুন সভাপতি পেয়েছে ফিফা দীর্ঘদিন পর। জিয়ান্নি ইনফ্যান্টিনো দায়িত্ব নিয়েছেন। ফিফা কর্মকর্তারা এবং প্রতিনিধিরা এ সপ্তাহেই বসবে বার্র্ষিক কংগ্রেসে। আর সেখানে বেশকিছু সংস্কার প্রস্তাব উঠবে। ইনফ্যান্টিনো চাইছেন সেসব সংস্কারে সবার সমর্থন। এবার ফিফা কংগ্রেসের মূল আলোচ্য বিষয়ই থাকবে গত বছরের ভয়াবহ বিপর্যয় নিয়ে। নানা দুর্নীতির অভিযোগ এবং আইন লঙ্ঘনের বিষয় উঠে আসে। এবার সেসব নিয়েই নতুন ফিফা কমিটি আলোচনা করবে। এছাড়া জিব্রাল্টার ও কসোভোর নতুন পূর্ণ সদস্যপদ পাওয়া নিয়েও একটি প্রস্তাব পাসের বিষয় আছে। সোমবার সাবেক ফিফা সহসভাপতি ও সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি বিষয়ে চূড়ান্ত রায় দেবে ক্রীড়া বিষয়ক সালিশ ও নিষ্পত্তি আদালত। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ৬ বছরের জন্য সব ধরনের ফুটবল কর্মকা- থেকে নিষিদ্ধ হওয়া প্লাতিনি আপীল করেছেন। সোমবার সেই আপীলের রায়ের ঠিক পরেই সভা শুরু করবে ফিফা কংগ্রেস। প্লাতিনি জিতে গেলে ফিফায় অবশ্য তেমন কোন পরিবর্তন আসবে না। শুধু উয়েফা সভাপতি পদেই বহাল থাকবেন তিনি। ফিফা কংগ্রেস নিয়ে উয়েফাতে প্লাতিনির সাবেক সহকারী ইনফ্যান্টিনো এক বার্তায় বলেছেন,‘সংস্কারসমূহ বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে, সুশাসনের বিষয়টি শক্তিশালী করবে, বিশ্বাসযোগ্যতা পুনর্বহাল করবে এবং ফিফায় নতুন ধরনের সংস্কৃতি চালু হবে। এ কারণে আমি চাই সব সদস্য এ বিষয়টিতে সমর্থন দেবেন।’
×