ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঁচে পাঁচ জয়ের সুযোগ আজ দোলেশ্বরের

প্রকাশিত: ০৬:৩৪, ৯ মে ২০১৬

পাঁচে পাঁচ জয়ের সুযোগ আজ দোলেশ্বরের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) চারটি রাউন্ড হয়ে গেছে। চার রাউন্ডের প্রতিটি ম্যাচেই জিতেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ শুরু হচ্ছে পঞ্চম রাউন্ড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দোলেশ্বরের প্রতিপক্ষ আজ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। যদি আজ দোলেশ্বর জিতে, তাহলে পাঁচে পাঁচ হয়ে যাবে। টানা পাঁচ জয় মিলবে দোলেশ্বরের। পারবে দোলেশ্বর পাঁচ ম্যাচে টানা পাঁচ জয় তুলে নিতে? একইদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ম্যাচটিতে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে। যে দল জিতবে, তারাই পয়েন্ট তালিকায় এগিয়ে যাবে। বিকেএসপিতে আরেকটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে লড়াই করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। এমনিতেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে দোলেশ্বর। ভিক্টোরিয়াকে হারাতে পারলে ১০ পয়েন্ট হয়ে যাবে। দোলেশ্বরের সেই সম্ভাবনা আছেও। দলটিতে ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন আছেন। যিনি চার ম্যাচ খেলে ২ ম্যাচেই শতক হাঁকিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও ইমতিয়াজ (২৭৩ রান)। ইমতিয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর নির্ভর করে দুটি ম্যাচ জিতেছে দোলেশ্বর। দলে জিয়াউর রহমান, রনি তালুকদার, ফরহাদ রেজা, রকিবুল হাসান, সাগীর হোসেন পাভেল, সানজামুল ইসলাম, সোহাগ গাজী এবং নাসির হোসেনের মতো ক্রিকেটাররাও আছেন। দলকে ঐক্যবদ্ধ নৈপুণ্যে জিতিয়ে চলেছেন এ ক্রিকেটাররা। আজও যদি সেই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে দোলেশ্বরেরই জেতার কথা। ভিক্টোরিয়াকে একেবারে দুর্বল দল ভাবা যাবে না। দলটি চার ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। একটি ম্যাচ টাই করেছে। আর একটি ম্যাচ মাত্র হেরেছে। দলের ভিত মজবুত না থাকলে তো আর ৫ পয়েন্ট পেত না ভিক্টোরিয়া। ব্যাটিং ও বোলিংয়ে সেরা ব্যাটসম্যান-বোলারদের মধ্যে দুই নম্বর স্থানটি ভিক্টোরিয়ার দখলেই আছে। ব্যাটিংয়ে যেমন আল আমিন (২৩৯ রান) আছেন, তেমনি বোলিংয়ে আছেন শ্রীলঙ্কান চাতুরাঙ্গা ডি সিলভা (৯ উইকেট)। এছাড়াও ম্যাচ জেতানোর জন্য প্রতিপক্ষকে কষ্টে পুড়াতে রয়েছেন আবদুল মজিদ, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ, সোহরাওয়ার্দী শুভ। তবে উড়তে থাকা দোলেশ্বরকে যেহেতু ঠেকাতে পারেনি ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস), কলাবাগান ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন, সেহেতু ভিক্টোরিয়ার বিপক্ষেও দোলেশ্বরই ফেভারিট; তা ধরেই নেয়া হচ্ছে। এবার ঢাকা লীগে আবাহনী সবচেয়ে শক্তিশালী দল গড়লেও শেখ জামালের কাছে হোঁচট খেয়েছে। এরপর নিশ্চিত হয়ে গেছে, অপরাজেয় থাকছে না আবাহনী। চার ম্যাচে তিন জয় পেলেও দলটির সামনে শক্তিশালী প্রতিপক্ষ পড়লেই হাবুডুবু খেতেও পারে। যতই দলে তামিম ইকবাল, আবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ উইকেট শিকারী জুবায়ের হোসেন লিখন, সাকলায়েন সজিব, তাসকিন আহমেদ, ভারতের উদয় কোল থাকুন না কেন। আবাহনীকে একটু বেগ দিতে পারলেই হারানো সম্ভব। তা রূপগঞ্জ যদি আজ করতে পারে, তাহলেই বাজিমাত করবে। এখন রূপগঞ্জের ভা-ারে রয়েছে ৫ পয়েন্ট। জিতলে আবাহনীর চেয়ে ১ পয়েন্ট বেশি হয়ে যাবে। পেছনে পড়ে যাবে আবাহনী। সৌম্য সরকার, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ মিঠুন, আসহার জাইদি, আসিফ আহমেদ, মোশাররফ হোসেন রুবেল, তাইজুল ইসলাম, আবু হায়দার রনিদের নৈপুণ্যে আবাহনীকে হারানো সম্ভবও। এখন দেখা যাক, কোন দল জিতে। প্রাইম ব্যাংক ও ব্রাদার্সের ম্যাচে অবশ্য প্রাইম ব্যাংকই ফেবারিট। দলটি চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট পেয়েছে। সেই তুলনায় ব্রাদার্সের অবস্থান অনেক নিচে। চার ম্যাচে মাত্র ১ জয় পেয়ে ১২ দলের মধ্যে ৯ নম্বরে আছে ব্রাদার্স। শক্তিশালী দল সামনে পড়লেই হার হয়েছে ব্রাদার্সের। সেই হিসেবে প্রাইম ব্যাংক শক্তিশালী দলগুলোর মধ্যে একটিই। তাহলে তো ব্রাদার্সের হার হচ্ছে আজও?
×