ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরান ঢাকায় স্বাধীনতা নাট্য উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৬:৩২, ৯ মে ২০১৬

পুরান ঢাকায় স্বাধীনতা নাট্য উৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পুরান লোহারপুর জহির রায়হান সাং¯ৃ‹তিক কেন্দ্রে অনুষ্ঠিত হলো পুরান ঢাকার বৃহত্তর নাট্য উৎসব স্বাধীনতা নাট্য উৎসব ২০১৬। উৎসব উপলক্ষে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রটি নাট্যকর্মী ও দর্শকদের মিলনমেলায় পরিণত হয়। আট দিনব্যাপী এই উৎসব শুরু হয় ৩০ এপ্রিল, শেষ হয় ৭ মে। উৎসবে প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, মনোজ্ঞ নৃত্য পরিবেশনা ও ঢাকার জনপ্রিয় নাটক মঞ্চায়ন হয়। আট দিনের এই উৎসবে ঢাকার ৮টি নাট্যদল অংশ নেয়। মঞ্চায়ন হওয়া নাটকগুলো হলো পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ ‘পোড়া মাটি’, সুষম নাট্য সম্প্রদায়ের ‘শহরে নতুন’, জেনেসিসের ‘শহীদ মিনার থেকে’, সৃজন থিয়েটারের ‘৫২ থেকে ৭১ এর নিত্তি’, নাট্যতীর্থের ‘দ্বীপ’, স্বদেশ থিয়েটারের ‘উই পোকা’, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘মুল্লুক এবং নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’। উৎসবের সমাপনী দিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের প্রধান কামাল উদ্দিন কবির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদউল্লাহ মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংস্কৃতিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাসির আহমেদ। উৎসবে অংশ নেয়া নাট্যদলের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ হাসান ইমাম।
×