ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩০, ৯ মে ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. সকল নেক কাজের মূলকথা কোনটি? ক) আদল খ) সত্যবাদিতা গ) উত্তম চরিত্র ঘ) একনিষ্ঠতা ২. কুরআন মাজিদ একটি- র. সর্বজনীন গ্রন্থ রর. সর্বকালীন গ্রন্থ ররর. মহাগ্রন্থ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. আসমা হযরত আয়িশা (রা)-কে অনুসরণ করতে পারে- র. মিতব্যয়ী হয়ে রর. দানশীল হয়ে ররর. ইবাদতকারিণী হয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪. রাবেয়া বসরির জীবনের সবেচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কী? ক) জ্ঞান সাধনা খ) হাদিসের পা-িত্য অর্জন গ) ধার্মিকতা ঘ) কুমারিত্ব ৫. ‘আসমাউল হুসনা’ অর্থ কী? ক) নামসমূহ খ) সুন্দরতম নামসমূহ গ) সুন্দর ঘ) সুন্দরতম ৬. জীবনে যারা বড় হয়েছেন তাঁরা সবাই কী ছিলেন? ক) ধনী খ) সামাজিক গ) দরিদ্র ঘ) ধৈর্যশীল ৭. মানুষের দৈনন্দিন কাজকর্মে ও ব্যবহারে প্রকাশ পায় কোনটি? ক) আখলাক খ) অভ্যাস গ) ইচ্ছা ঘ) আকাক্সক্ষা ৮. ইদগাম কয় প্রকার? ক) এক প্রকার খ) তিন প্রকার গ) দুই প্রকার ঘ) চার প্রকার ৯. হযরত মুসা (আ) কত বছর বয়সে ইন্তেকাল করেন? ক) ১১০ খ) ১২০ গ) ১৩০ ঘ) ১৪০ ১০. ‘আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে’- কোন্ সূরার আয়াত? ক) বাকারা খ) ইখলাস গ) ইমরান ঘ) মায়িদা ১১. মানুষ সর্বত্র সমাদৃত হয় কী বলে? ক) চরিত্র বলে খ) উদারতা বলে গ) ক্ষমাশীলতা বলে ঘ) কর্তব্যনিষ্ঠা বলে ১২. বিশ্বভ্রাতৃত্বের সুযোগ এনে দেয় কোনটি? ক) সালাত খ) সাওম গ) যাকাত ঘ) হজ ১৩. বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণে কত সময় লেগেছিল? ক) ৫ বছর খ) ৭ বছর গ) ৩ বছর ঘ) ৯ বছর ১৪. সূরা যিলযালে আছেÑ র. পৃথিবীর প্রবল কম্পনের কথা রর. খনিজসম্পদ প্রাপ্তির কথা ররর. মানুষের আমলনামা দেখার কথা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৫. অহঙ্কার শব্দের অর্থÑ র. অহমিকা রর. আমিত্ব ররর. বড়াই নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. শরিয়তের বিধান পালনে কী দরকার? ক) অনুশীলন খ) কাজ গ) ধৈর্য ঘ) শিষ্যত্ব ১৭. ইসলাম একটিÑ ক) গ্রন্থ খ) পূর্ণাঙ্গ জীবন আদর্শ গ) হাদিস ঘ) উল্লিখিত কোনোটিই নয় ১৮. কে অমুখাপেক্ষী? ক) মানবজাতি খ) আল্লাহ গ) রাসূল (স) ঘ) প্রকৃতি ১৯. আকাইদ শব্দটিÑ ক) একবচন খ) দ্বিবচন গ) বহুবচন ঘ) নামবচন ২০. নবী-রাসূলগণের ওপর বিশ্বাস করা কী? ক) সুন্নত খ) ওয়াজিব গ) ফরজ ঘ) মুস্তাহাব ২১. মানবজাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? ক) কুরআন মাজিদ খ) হাদিস শরীফ গ) বিশাল পৃথিবী ঘ) মহাবিশ্ব ২২. রাসূল (স)-এর পথ হলোÑ র. সফলতার পথ রর. মুক্তির পথ ররর. উত্তম পথ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. সূরা আল-ফিল এ বর্ণিত ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম কী ছিল? ক) আরহারা খ) আবরাহা গ) আরমান ঘ) আরাকাস ২৪. স্বামী ও স্ত্রী একে অপরের কী? ক) আত্মীয় খ) মায়ের গ) ভূষণ ঘ) ইমারত ২৫. আল-কুরআন কার পরিচয় দান করে? ক) আল্লাহর খ) মানুষের গ) সাধুর ঘ) পীরদের ২৬. আকিকার জন্য ছেলেদের পক্ষে কয়টি পশু জবেহ করতে হয়? ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি ২৭. আখলাকে যামিমা অর্থ কী? ক) উন্নত চরিত্র খ) কপট চরিত্র গ) নিন্দনীয় চরিত্র ঘ) উদার চরিত্র ২৮. সূরা আল কাদরের আয়াত সংখ্যা কতটি? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ২৯. আল্লাহ ঘৃণা করেনÑ র. অশালীন ব্যক্তিকে রর. দুশ্চরিত্র ব্যক্তিকে ররর. সম্পদশালী ব্যক্তিকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩০. ‘মুহাইমিনু’ শব্দের অর্থ কী? ক) প্রজ্ঞাময় খ) রক্ষণাবেক্ষণকারী গ) পবিত্র ঘ) দয়াময় ৩১. নিফাক শব্দের শাব্দিক অর্থ কী? ক) মমতা খ) কঠোরতা গ) প্রতারণা ঘ) ক্ষমা ৩২. মুনাফিকের চিহ্ন কয়টি? ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয় ৩৩. সূরা আল কাদরে লাইলাতুল কাদর শব্দটি মোট কতবার এসেছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩৪. আমরা কার নিকট মুনাজাত করব? ক) রাসূল (স)-এর খ) পীর-আউলিয়াদের গ) আল্লাহর ঘ) পিতামাতার ৩৫.কী বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে? ক) তাকদিরে খ) নবুয়াতে গ) কিতাবে ঘ) আখিরাতে ৩৬. আখিরাত শব্দের অর্থ কী? ক) শেষদিন খ) পরকাল গ) বিচারের দিন ঘ) পুনরুত্থানের দিন ৩৭. কুরসি শব্দের অন্য অর্থ হলোÑ র. সাম্রাজ্য রর. মহিমা ররর. জ্ঞান ও সিংহাসন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. হযরত ঈসা (আ) আল্লাহর আদেশে মাটির তৈরি পাখিকে ফুৎকার দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন। এর মাধ্যমে প্রকাশ পায়Ñ র. মুজিজা রর. পারদর্শিতা ররর. অলৌকিক ক্ষমতা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৯. কোন ইবাদতটির মাধ্যমে মুসলমানগণ সকল গুনাহ থেকে মাফ পায়? ক) রোজা খ) নামাজ গ) হজ ঘ) যাকাত ৪০. কুরআন দেখায়Ñ র. জান্নাতের পথ রর. কল্যাণের পথ ররর. পা-িত্যের পথ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪১. কাদরের রাত কত মাস অপেক্ষা উত্তম? ক) এক মাস খ) বারো মাস গ) একশত মাস ঘ) এক হাজার মাস ৪২. হাজীগণ কোথায় কুরবানি করেন? ক) আরাফায় খ) মুযদালিফায় গ) মিনায় ঘ) মদিনায় ৪৩. ধৈর্য শব্দের অর্থ কী? ক) প্রতিবাদ খ) সহিষ্ণুতা গ) নিন্দা ঘ) চুপ থাকা ৪৪. ইমানের মৌলিক বিষয় কয়টি? ক) তিনটি খ) পাঁচটি গ) সাতটি ঘ) আটটি ৪৫. হযরত সুলাইমান (আ)-এর অনুগত শয়তানদের সকলেই ছিলÑ র. প্রাসাদ নির্মাণকারী রর. বিচারক ররর. ডুবুরি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৬. জাহান্নামের শাস্তিÑ র. যন্ত্রণাময় রর. সহনীয় ররর. ভয়ঙ্কর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৪৭. ঘৃণা বা তাচ্ছিল্য কার বৈশিষ্ট্য? ক) শয়তানের খ) লোভীর গ) অহঙ্কারীর ঘ) হিংসুকের ৪৮. ‘ফাতহুম মুবিন’ বলতে বোঝায়Ñ র. সুনির্দিষ্ট বিজয় রর. সুস্পষ্ট বিজয় ররর. হুদায়বিয়ার সন্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও : জনাব মাহফুজ এ পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি ভাবছেন সুন্দর এ পৃথিবী ধ্বংস হবে কেন? আমরা সব সময় হাসি-আনন্দে এ পৃথিবীকে উপভোগ করব। ৪৯. সকল নেক কাজের মূলকথা কোনটি? ক) কিয়ামত খ) আখিরাত গ) তাকদির ঘ) আল্লাহর অস্তিত্ব ৫০. কুরআন মাজিদ একটিÑ র. সর্বজনীন গ্রন্থ রর. সর্বকালীন গ্রন্থ ররর. মহাগ্রন্থ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (গ) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (ক) ৮. (গ) ৯. (খ) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (ঘ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (গ) ৫০. (ঘ)
×