ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:২৪, ৯ মে ২০১৬

স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ৮ মে ॥ প্রাইভেট পড়াকালীন সময় দশম শ্রেণীর ছাত্রীর হাত টেনে ধরার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক সহকারী শিক্ষক কৃষ্ণপদ পালকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। রবিবার ওই স্কুলের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জরুরী মিটিং করে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে পরিচালনা পর্ষদের সভাপতি আ. রাজ্জাক মোল্যা বলেন, অভিযোগ পেয়েছি ওই শিক্ষক কাদিরদি বাজারে ভাড়া বাসায় কয়েকজন ছাত্রীকে প্রাইভেট পড়া চলাকালীন সময় ওই ছাত্রীর হাত ধরে। বিষয়টি তার এক বান্ধবী দুই মাস পরে শিক্ষার্থীদের জানালে স্কুলের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করে। তবে এ ব্যাপারে ওই ছাত্রী বা তার পরিবার আমাদের কাছে কোন অভিযোগ জানায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে কৃষ্ণপদ পালকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×