ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিরল সরীসৃপের জীবাশ্ম

প্রকাশিত: ০৬:১৯, ৯ মে ২০১৬

বিরল সরীসৃপের জীবাশ্ম

চীনে মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে সম্প্রতি বিরল প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। দেখতে প্রায় সরীসৃপের মতো। বৈজ্ঞানিক নাম এ্যাটোপোডেন্টেটাস ইউনিকাস। প্রায় আড়াই হাজার লাখ বছর আগে তারা গভীর পানিতে চড়ে বেড়াত। বিশেষজ্ঞরা জানান, এটি আকারে কুমিরের মতোই দীর্ঘ। রয়েছে একটি লম্বা লেজ ও ছোট ছোট দুটো হাত পা। এদের দেহের অনুপাতে মাথা ছিল অনেকটাই ছোট আর হাতুড়ির মতো চ্যাপ্টা। সেই সঙ্গে দাঁতের গঠন বলছে, গভীর পানির নীচে ছোট গাছপালা খেয়েই থাকত তারা। -রেড অরবিট
×