ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক

প্রকাশিত: ০৬:১৮, ৯ মে ২০১৬

মুক্তি পেলেন অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিক

সিরিয়া থেকে প্রায় ১০ মাস আগে অপহৃত তিন স্প্যানিশ সাংবাদিককে শনিবার মুক্তি দেয়া হয়েছে। রবিবার সকালে তারা তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে রওনা হন। স্প্যানিশ প্রেস ফেডারেশন (এফএপিই) ও সরকারের তরফ থেকে এ কথা বলা হয়েছে। খবর এএফপি ও বিবিসির। মুক্তি পাওয়া এই তিন সাংবাদিক হলেন এ্যান্তোনিও পামপ্লেইগা, জোস ম্যানুয়েল লোপেজ ও এ্যাঙ্গেল সাস্ত্রে। গত বছর জুলাইয়ে আলেপ্পোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে সর্বশেষ এদের দেখা গিয়েছিল। সেখানে তারা যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন।
×