ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করাচীতে গুলিতে মানবাধিকার কর্মী নিহত

প্রকাশিত: ০৬:১৮, ৯ মে ২০১৬

করাচীতে গুলিতে মানবাধিকার কর্মী নিহত

পাকিস্তানের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকি করাচীতে শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। খবর ডন অন লাইনের। করাচীর সেন্ট্রাল ডিস্ট্রিকট-এর এসএসপি মুকাদাস হায়দার ডনকে বলেছেন, চার সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে করে এসে জাকির ওপর গুলি ছোড়ে। জাকি তখন তার দুই বন্ধুর সঙ্গে করাচীর উত্তরাঞ্চলে সেক্টর ১১বি-এর এক রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন। জাকি নিহত হন এবং তার দুই বন্ধু সাংবাদিক রাও খালিদ ও পাশে দাঁড়ানো আসলাম গুরুতর আহত হয়েছেন। সাবেক সাংবাদিক জাকি একজন সক্রিয় মানবাধিকার কর্মী ও ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ লেটআস বিল্ড পাকিস্তানের (এলইউবিপি) সম্পাদক ছিলেন। এলইউবিপিয়ের উদার ধর্মীয় মনোভাব প্রচার করা হতো এবং সব ধরনের উগ্রপন্থার নিন্দা প্রকাশ করা হতো। তার টুইটার প্রোফাইল অনুসারে, তিনি টিভি চ্যানেল নিউজ ওয়ানের কারেন্ট এ্যাফেয়ার্সয়ের সাবেক প্রধান ছিলেন। জাকির ওয়েবসাইট লুব পাক ডটকম পাকিস্তানে বন্ধ করে দেয়া হয়েছে।
×