ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে ১৮ মামলার পলাতক আসামি আবরু মিয়াকে বরখাস্ত করল বাপেক্স

প্রকাশিত: ০৬:১২, ৯ মে ২০১৬

অবশেষে ১৮ মামলার পলাতক আসামি আবরু মিয়াকে বরখাস্ত করল বাপেক্স

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে চাকরিচ্যুত করা হলো ১৮ মামলার পলাতক আসামি আবরু মিয়া ওরফে আবুল মিয়াকে। রবিবার বাপেক্স কর্তৃপক্ষ এক আদেশবলে তাকে চাকরিচ্যুত করে। তাকে চাকরিচ্যুত করায় সেখানকার কর্মচারীদের মধ্যে স্বস্তির নিশ্বাস নেমে আসে। জানা যায়, একই সঙ্গে দুই নামে দুই জায়গায় চাকরি করাসহ নিয়োগে প্রতারণা, বদলি পদোন্নতি ও ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগে তার নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা দায়ের করা হয়। তার পেশীশক্তির কারণে নির্বাচিত সিবিএ নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করতে পারেনি। এ সব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে এর আগে সাময়িক বরখাস্তের পর আনুষ্ঠানিকভাবে চার্জশীট প্রদান করা হয় এবং রবিবার চূড়ান্ত শাস্তিমূলক চাকরিচ্যুত করা হয়। বাপেক্স সিবিএ সভাপতি লাল মিয়া জানান, আবরু মিয়ার জাল জালিয়াতি ও প্রতারণার শিকার অনেক লোক দীর্ঘদিন ধরে তার বিচার দাবি করে আসছিল।
×