ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরি ॥ অবশেষে বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

প্রকাশিত: ০২:১৩, ৮ মে ২০১৬

রিজার্ভ চুরি ॥ অবশেষে বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ চুরির ঘটনার তিন মাস ও নতুন গবর্নরের দায়িত্ব গ্রহনের দেড় মাসের মাথায় বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদমর্যাদায় বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ-১ বিভাগ (এইচআরডি) থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে একই বিভাগে দীর্ঘ ২২ বছর কর্মরত সেই বিতর্কিত মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানসহ ছয় মহাব্যবস্থাপকে (জিএম) বদলির কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচারক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে রবিবার একটি অফিস আদেশও জারি করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ২২ বছর যাবত এ বিভাগে কাজ করে আসছেন কাজী সাইদুর রহমান। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী টানা তিন বছরের অধিক কেউ একই ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। রিজার্ভ চুরির ঘটনা প্রকাশের পর একই বিভাগে কাজী সাইদুর রহমানকে টানা ২২ বছর রাখা নিয়ে নানা সমালোচনার জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত রবিবার এই জিএমকে রংপুর অফিসে বদলী করা করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর এইচআরডি-১ এর জিএম কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ দায়িত্ব দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) জিএম জোয়ারদার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলী করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলী করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ এর জিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এইচআরডি-১ এর মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলামকে ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টে (এফএফএসপিডি) বদলি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচারক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকন্ঠকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
×