ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি ॥ রাতেই সুইজারলান্ডের উদ্দ্যেশে রওনা হচ্ছেন গবর্নর

প্রকাশিত: ০২:১২, ৮ মে ২০১৬

রিজার্ভ চুরি ॥ রাতেই সুইজারলান্ডের উদ্দ্যেশে রওনা হচ্ছেন গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ চুরি নিয়ে আগামী মঙ্গলবার সুইজারলান্ডে ফেডারেল রিজার্ভ ব্যাংক, সুইফট কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। সংশ্লিস্ট পক্ষগুলোর দায় নিরুপণে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে রিজার্ভের অর্থ চুরির টাকা আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। এ উদ্দেশ্যে আজ রবিবার রাতেই সুইজারল্যান্ডের উদ্দ্যেশে রওনা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরসহ চার সদস্যের প্রতিনিধি দল। অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন্স এন্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কাজী নাছির আহমেদ, এ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক বদরুল হক খান ও বাংলাদেশ ফাইন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-পরিচালক আবদুল রব। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও দায় রয়েছে। রিজার্ভের অর্থ স্থানান্তরে সুইফট বার্তা ব্যবহার করে যে ৩৫টি আদেশ পাঠানো হয়েছিল, তার মধ্যে ৩০টি আদেশ আটকে দেওয়া হয়েছিল। অপর পাঁচটি আদেশ কেন আটকানো গেল না। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক কোনভাবেই তাদের দায় এড়াতে পারে না। পাশাপাশি সুইফট সিষ্টেম ব্যবহার করে অর্থ চুরির ঘটনা ঘটায় বেলজিয়ামভিত্তিক সুইফট কর্তৃপক্ষেরও দায় রয়েছে। তবে দুর্বলতা আসলে কোন পক্ষের সেই বিষয়টি কেউ পরিস্কার করছেন না। বৈঠকে এই বিষয়গুলো পরিস্কার হতে পারে। যদিও ঘটনার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফট কর্তৃপক্ষ একাধিকবার বলেছে যে, তাদের কোনো দায় নেই। সব দায় বাংলাদেশ ব্যাংকেরই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রবিবার রাতে গবর্নরসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি দলটি আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফট কর্তৃপক্ষের সাথে বৈঠক করবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকন্ঠকে বলেন, বৈঠকে রিজার্ভের অর্থ চুরি ও তা আদায়ের বিষয়টি গুরুত্ব পাবে। এ ঘটনায় ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষের দায় নিরুপন নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা মূলত ত্রিপক্ষীয় বৈঠক। এখানে রিজার্ভ চুরি ইস্যুতে সার্বিক বিষয়েই আলোচনা হবে।
×