ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’মায়ের চোখেই সন্তানের স্বপ্ন রচিত হয়’

প্রকাশিত: ০০:৫৪, ৮ মে ২০১৬

’মায়ের চোখেই সন্তানের স্বপ্ন রচিত হয়’

স্টাফ রিপোর্টার ॥ মায়ের চোখে প্রতিটি সন্তানের স্বপ্ন রচিত হয়। মূলত মায়ের স্বপ্নই সন্তানের হাত ধরে বাস্তবিক রুপ পায়। সন্তান নারীর শরীরের একটি অংশমাত্র, নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানের কষ্ট একমাত্র মা-ই পরিপূণভাবে উপলব্দি করতে পারেন। সন্তানের অর্জনে মা গর্বিত হন, স্বপ্নজয়ী মা রুপে সমাজে প্রতিষ্ঠা পান। নারীর প্রতি সুন্দর আচরণই মায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ। আকাশসম অতুলনীয় অবদানের জন্য মা তথা প্রতিটি নারীকেই সম্মান করতে হবে। রবিবার রাজধানীর মহিলা অধিদফতর সম্মেলন কক্ষে ‘স্বপ্নজয়ী মা’দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব মা দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৫ জন স্বপ্নজয়ী মা’কে সম্মাননা প্রদান করা হয়Ñযাদের সন্তানেরা সমাজের উচ্চতর ও স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। মহিলা অধিদফতরের মহা-পরিচালক সাহিন আহ্মেদ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান ও স্বপ্নজয়ী মায়ের সন্তান ড. মো. শহীদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মা এমন একটি শব্দ যা মুখ থেকে আপনাআপনি চলে আসে, জোর করে বলতে হয় না। আসলে এটা নারীর টান। সন্তান নারীর শরীরের একটি অংশ মাত্র। মা সন্তানের যে কোন কষ্ট গভীরভাবে দেখতে পায়। যাদের মা জীবিত আছেন, তারা ভাগ্যবান। তারা যেন মাকে ঠিকমতো সম্মান করেন, সঠিকভাবে মায়ের যতœ নেন। প্রতিমন্ত্রী বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হয়। আজকের দিনে আমাদের প্রত্যাশা, বাংলাদেশের একটি মাও যেন শিশু জন্মের সময় মৃত্যু বরণ না করেন। এসময় মা’দের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি মাকে বলবো সন্তানের প্রতি আরও বেশি নজর দিতে। শুধু ভালোবাসা-স্নেহ নয়, সন্তাননের প্রতি বিশেষ নজর দিতে হবে। সব সন্তানই প্রতিটি ক্ষেত্রে প্রথম হবে তা সম্ভব নয়, তবে সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। গরীবের দুখে তারা যেন দুঃখী হয়, ব্যাথিত হয়। তিনি আরও বলেন, সকল বড় কিছুর সঙ্গে মায়ের তুলনা করি। দেশকে মা বলি। ভাষাকে মায়ের ভাষা বলি। স্ত্রী একজন মা, সে আপনার সন্তানের মা, তার প্রতিও সুন্দর আচরণ করতে হবে। প্রতিটি নারীর প্রতি সুন্দর আচরণই মায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, মা কিন্তু নিজের চাওয়া-পাওয়া নিয়ে ভাবেন নাÑ সন্তানের অর্জনে, সন্তানের গৌরবে গৌরাবান্বিত হন। তবে কোন কোন সন্তান রয়েছেন বড় হয়ে মায়েদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন-তাদের এই বিকৃত মানসিকতা সমাজের অকাম্য। মায়ের যে পরশ, মায়ের যে ভালোবাসা তার কোন তুলনা হয় না। স্বাগত বক্তব্যে মহিলা বিষয়ক অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, মায়ের চোখেই আমরা স্বপ্ন দেখেছি। প্রত্যেকটা মা-ই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন। আমাদের পরবর্তী প্রজন্মের মায়েরাও যেন স্বপ্নজয়ী মা রুপে অবির্ভাব লাভ করেন। স্বপ্নজয়ী মায়ের সন্তান ড. মো. শহীদুল্লাহ বলেন, মা আমাদের পড়াশোনার জন্য কোন চাপ দিতেন না। তিনি কোনদিন বলেন নি, পড়তে বসো। তারপরও আমরা মায়ের স্বপ্নেই এগিয়ে চলেছি। অনুষ্ঠানে এক স্বপ্নজয়ী মা নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দিনমজুর এ মায়ের একমাত্র কণ্যা একটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে অধ্যয়রণরত, কয়েকদিন পরেই তিনি চিকিৎসরুপে সমাজের সেবায় নিয়োজিত হবেন। কান্না মিশ্রিত কণ্ঠে স্বপ্নজয়ী এই মা বলেন, ‘মেয়েটাকে খুব কষ্ট করে মানুষ করেছি। কখনও কখনও সাহায্যের জন্য মানুষের কাছে হাত বাড়িয়েছি।’ বলতেই বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। দিনমজুর কিংবা কোটিপতিÑ প্রতিটি মা-ই অনুরুপ পরিশ্রমে সন্তানকে সমাজের উচ্চতর স্তরে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, বলেন বক্তারা।
×