ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ছুরিকাঘাতে নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী আহত

প্রকাশিত: ০০:১৬, ৮ মে ২০১৬

গাজীপুরে ছুরিকাঘাতে নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী আহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় নার্সিং ইন্সটিটিউটের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে তার স্বামী। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা আহতের স্বামীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত ওই ছাত্রীর নাম ফাতেমা আক্তার (২০)। সে নরসিংদী জেলার মনোহরদী থানার দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকাস্থিত রয়েল নার্সিং ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা কলেজের হোস্টেলে থেকে লেখা পড়া করে। নার্সিং কলেজে ভর্তির আগে আশুলিয়া এলাকার এক গার্মেন্টসে চাকুরি করার সময় তার সঙ্গে একই কারখানার কর্মী লিটন মিয়া (৩০) নামের এক যুবকের ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এরপর ফাতেমা গত ২৯ মার্চ গাজীপুরে নোটারী পাবলিকের মাধ্যমে লিটনকে ভালবেসে বিয়ে করে। তাদের এ বিয়ে ফাতেমার পরিবার মেনে নেয়নি। ফলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। রবিবার সকাল ৯টার দিকে লিটন গাজীপুরে এসে তার স্ত্রী ফাতেমার সঙ্গে দেখা করে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে নেয়ায় লিটনের সঙ্গে যেতে রাজি হয়নি ফাতেমা। এনিয়ে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে লিটন ফাতেমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লিটনকে আটক করে উত্তম মধ্যম দেয়। এলাকাবাসি গুরুতর আহত ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ পেট্রোলভর্তি একটি বোতল ও ছোরাসহ আহত লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। লিটন মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাখাইল গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
×