ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ প্রায় ১২ জন আহত

প্রকাশিত: ২৩:৪২, ৮ মে ২০১৬

রাজধানীর মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ প্রায় ১২ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী মিরপুরের ১ নম্বর গোল চত্ত্বরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুরে বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে মিরপুর ১ নম্বর গোলচত্বরের মুক্তবাংলা মার্কেটের সামনে আওয়ামী লীগের হরতাল বিরোধী কর্মসূচি চলছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ ঘটনায় শাহআলী থানার পরিদর্শক (অপারেশনস) ফিরোজসহ উভয়পক্ষের ১২জন আহত হয়েছেন। ডিসি মাসুদ আহমেদ, তাদেরকে কয়েকজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালে আহতরা জানান, দুপুরের দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলসহ অন্যান্য কর্মসূচি চলছিল। এরমধ্যে আসাদ গেট থেকে মোটরসাইকেলে মিছিল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলাম। মিছিলটি মুক্তবাংলা মার্কেটের সামনে গেলে আবুল কাশেম মোল্লার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। তবে এ হামলার কারণ আমরা জানি না। তিনি জানান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আসলামুল হকের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
×