ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে হবে॥ পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ২৩:২৬, ৮ মে ২০১৬

আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে হবে॥ পরিকল্পনা মন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০২১ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রপ্তানি বাড়াতে হবে। যতই হাটবে ততই সঞ্চয় হবে। এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবৃদ্ধি অর্জন, নাগরিকদের ক্ষমতায়ন এবং তথ্য প্রযুক্তিখাত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পুলক। তিনি বলেন, ‘আইসিটি বিভাগ দুটো ভাল প্রজেক্ট হাতে নিচ্ছে। একটি হচ্ছে ই-জুডিশিয়াল প্রকল্প। এর মাধ্যমে দেশের ৩০ লাখ মামলা জট কমানো হবে। অপর প্রকল্পটি হচ্ছে ই-গর্ভারনেন্স প্রকল্প। এর মাধ্যমে সরকারের সকল কাজ স্বয়ংক্রিয়ভাবে করা হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। ##
×