ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ইউপি নির্বাচন ॥ স্বতন্ত্র ১০ চেয়ারম্যান বিজয়ী

প্রকাশিত: ১৮:৫২, ৮ মে ২০১৬

নীলফামারীতে ইউপি নির্বাচন  ॥ স্বতন্ত্র ১০ চেয়ারম্যান  বিজয়ী

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ চতুর্থ দফার ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ১০ ও কিশোরীগঞ্জ উপজেলার ৯ সহ ১৯ টি ইউনিয়নে শনিবার ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে এবং গণনার পর গভীর রাতে ঘোষিত বেসরকারী প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ৭, স্বতন্ত্র ১০ ও জাতীয়পাটির চেয়ারম্যান প্রার্থীরা দুইটিতে বিজয়ী হয়েছে। ডোমার উপজেলাঃ- ডোমার সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোসাব্বের হোসেন মানু, বামুনিয়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেট, বোড়াগাড়ী ইউনিয়নের আঃলীগের তোফায়েল আহমেদ, জোড়াবাড়ী ইউনিয়নের আঃলীগের আবুল হাচান ,হরিণচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম, গোমনাতি ইউনিয়নের আঃলীগের মোঃ আঃ হামিদ, সোনারায় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ,পাঙ্গা মটুকপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, কেতকীবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক প্রামানিক, ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র একরামুল হক। কিশোরীগঞ্জ উপজেলাঃ- কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের আঃলীগ প্রার্থী আনিছুল ইসলাম আনিছ, বড়ভিটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান, পুটিমারী ইউনিয়নের জাতীয়পার্টির প্রার্থী আবু সায়েম, নিতাই ইউনিয়নের আঃলীগের ফারুক-উজ-জামান, বাহাগিলী ইউনিয়নের আঃলীগের আতাউর রহমান শাহ্, চাঁদখানা ইউনিয়নের জাতীয়পার্টির হাফিজার রহমান, গাড়াগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন, মাগুড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হোসেন, রণচন্ডি ইউনিয়নের আঃলীগ প্রার্থী মোখলেছুর রহমান।
×