ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহরাঞ্চলে মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত রেডক্রস?

প্রকাশিত: ১৮:৪৯, ৮ মে ২০১৬

শহরাঞ্চলে মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত রেডক্রস?

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশে বহুদিন যাবত নানা দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছে রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা। বর্তমানে সারা দেশে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক চার লাখের মতো। সাইক্লোন ও বন্যার মতো দুর্যোগে তারা সফলভাবে মানুষজনকে নানা ধরনের সহায়তা করে। কিন্তু ইদানিং বাংলাদেশে মানবসৃষ্ট দুর্যোগ অনেক বাড়ছে, বিশেষ করে শহরাঞ্চলে। সে ধরনের দুর্যোগ মোকাবেলায় শহরের স্বেচ্ছাসেবকরা কতটা প্রস্তুত? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোজহারুল হক বিবিসিকে বলছিলেন "স্কুল ও কলেজ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মীবাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে। তাদের এমনভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেন তারা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারে"। প্রতিটি স্কুলে ৫৩ জন ছাত্রছাত্রীকে ‘রেড ক্রস ইয়থ’ হিসেবে নিয়মিতভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান মি: হক। সাইক্লোন নিয়ে কোস্টাল বেল্টে অথবা বন্যায় গ্রামের মানুষজনের প্রস্তুতি ভাল বলে শোনা যায় কারণ অনেকদিন ধরে তাদের মধ্যে কাজ হচ্ছে। কিন্তু শহরে শিক্ষিত লোকেরা আগুন লাগলে বা ভবন ভেঙে গেলে তাদের প্রস্তুতি কতটা? মি: হক জানান এখন যেন এ ধরনের দুর্যোগ যেন শহরের লোকেরা মোকাবেলা করতে পারে সেজন্য এখন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে যেভাবে কাজ করা যায় শহরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের মধ্যেও যেন সেভাবে সচেতনতা বাড়ানো যায় সে লক্ষ্যেই কাজ করছেন বলে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোজহারুল হক। সূত্র : বিবিসি বাংলা
×