ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চতুর্থ দফা ইউপিতে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ০৮:৩৮, ৮ মে ২০১৬

চতুর্থ দফা ইউপিতে  বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার ॥ ইউপি নির্বাচনে চতুর্থ দফায় ৭০৩ ইউপির মধ্যে বেশিরভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। নির্বাচনে ফলে শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ ৪৪১ টিতে, বিএনপি ৬৮ ইউপিতে, জাতীয় পার্টি ১০টি স্বতন্ত্রসহ অন্যরা ১৬৮ ইউপিতে জয়লাভ করেছে। পঞ্চগড় ॥ রাধানগরে আবু জাহেদ (নৌকা), মির্জাপুরে ওমর আলী (নৌকা প্রতীক), আলোয়াখোয়ায় প্রদীপ কুমার রায় (নৌকা প্রতীক), ধামোরে কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল (ধানের শীষ) তোড়েয়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান হাবিব আল আজাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যশোর ॥ বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বাঁকড়ায় নেছার উদ্দিন (নৌকা), শংকরপুরে মোজাম্মেল হক (ধানের শীষ), হাজিরবাগে আতাউর রহমান (নৌকা), নির্বাসখোলায় নজরুল ইসলাম (নৌকা), নাভারণে শাহজাহান আলী (নৌকা), শিমুলিয়ায় শফিউদ্দিন, গঙ্গানন্দপুরে বদরউদ্দিন বেল্টু, মাগুরায় আব্দুর রাজ্জাক (নৌকা), গদখালিতে মিজানুর রহমান (ধানের শীষ), ঝিকরগাছায় আমির হোসেন (নৌকা), পানিসারায় নওশের আলী (নৌকা)। ফেনী ॥ রাধানগরে রবিউল হক মাহবুব (বিএনপি), ইউনিয়ন শুভপুরে আবদুল হাই সেলিম (নৌকা), মহামায়ায় গরিব শাহ বাদশা (নৌকা), ঘোপালে আজিজুল হক মানিক (নৌকা), ফরহাদনগরে মোশারফ হোসেন টিপু (নৌকা), ধলিয়ায় মুন্সি খায়রুল ইসলাম (নৌকা), লেমুয়ায় মোসারফ হোসেন নাছিম (আ. লীগ) বিজয়ী হয়েছেন। কুড়িগ্রাম ॥ সদরের বেলগাছায় মাহবুবুর রহমান (ধানের শীষ), কাঁঠালবাড়ীতে আমান উদ্দিন মঞ্জু (নৌকা), মোগলবাসায় নুরজামাল বাবলু (ধানের শীষ), যাত্রাপুরে আইয়ুব আলী (ধানের শীষ), পাঁচগাছিতে দেলওয়ার হোসেন (ধানের শীষ), ভোগডাঙ্গায় সাইদুর রহমান (ধানের শীষ), হোলখানায় ওমর ফারুক (ধানের শীষ) ও ঘোগাদহে শাহ আলম (নৌকা) রাজারহাটের নাজিমখানে আব্দুল মালেক নয়া পাটোয়ারী (নৌকা), সদরে এনামুল হক (নৌকা), বিদ্যানন্দে তাইজুল ইসলাম (নৌকা), ঘড়িয়ালডাঙ্গায় রবীন্দ্র নাথ কর্মকার (নৌকা), চাকিরপশায় জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (নৌকা), উমরমজিদে মোহাম্মদ আলী (নৌকা) ও ছিনাইয়ে নুরুজ্জামান বুলু (চশমা মার্কা), ফুলবাড়ীর শিমুলবাড়ীতে এজাহার আলী (নৌকা), বড়ভিটায় খয়বর আলী (মোটর সাইকেল), নাওডাঙ্গায় মোসাব্বের আলী মুসা (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। মাদারীপুর ॥ কালকিনির আলীনগরে হাফিজুর রহমান মিলন সরদার (বিদ্রোহী), বাঁশগাড়ীতে মোস্তাফিজুর রহমান সুমন (বিদ্রোহী), গোপালপুর ফরহাদ হোসেন মাতুব্বর (বিদ্রোহী), কাজীবাকাই নূর মোহাম্মদ (বিদ্রোহী), কয়ারিয়া কামরুল আহসান (বিদ্রোহী), বালিগ্রাম জাকির হোসেন খান (বিদ্রোহী), ডাসার সবুজ কাজী (বিদ্রোহী), লক্ষ্মীপুরে কাজী তোফাজ্জেল হোসেন (নৌকা), সিডিখানে চাঁন মিয়া শিকদার (নৌকা), নবগ্রামে বিভূতি ভূষণ বাড়ৈ (নৌকা), শিকারমঙ্গলে সিরাজুল ইসলাম (নৌকা), সাহেবরামপুরে কামরুল হাসান সেলিম (নৌকা), রমজানপুরে ইউনুস আলী বেপারী (নৌকা)। রাজৈর বাজিতপুরে সিরাজুল হক হাওলাদার (নৌকা), ইশিবপুরে এ্যাডভোকেট ফয়েজুর রহমান হিরু খালাসী (নৌকা), হরিদাসদী-মহেন্দ্রদী রেজাউল করিম মাতুব্বর (নৌকা), কবিরাজপুরে টিপু সুলতান (নৌকা), পাইকপাড়ায় শাহাদাত মিয়া (বিদ্রোহী), কদমবাড়িতে বিধান বিশ্বাস (বিদ্রোহী) বিজয়ী হয়েছে। ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদরের পোড়াহাটিতে শহিদুল ইসলাম হিরণ (আ.লীগ), হরিশঙ্করপুরে আব্দুল্লাহ আল মাসুম (আ. লীগ), পদ্মাকরে সৈয়দ নিজামুল গনি (আ.লীগ), দোগাছিতে ইছাহাক আলী (আ.লীগ), ফুরসুন্দিতে আব্দুল মালেক (আ.লীগ), ঘোড়শালে মাসুদ পারভেজ (আ.লীগ), কালীচরণপুরে কৃষ্ণপদদত্ত (আ.লীগ) ও নলডাঙ্গায় কবির হোসেন (আ.লীগ), হরিণাকু-ুর ভায়নায় সমির উদ্দিন (আ.লীগ), তাহেরহুদায় মনজুরুল আলম (আ.লীগ), কাপাশহাটিয়ায় মশিউর রহমান জোয়ার্দ্দার (আ.লীগ), জোড়াদহে নাজমুল হুদা পলাশ (সতন্ত্র), দৌলতপুরে মোহাম্মদ আলী (সতন্ত্র) ফলসিতে ফজলুর রহমান (স্বতন্ত্র) ও রঘুনাথপুরে রাকিবুল হাসান রাসেল (সতন্ত্র) বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার ॥ রাজনগরের ফতেহপুরে ইউনিয়ন নকুল চন্দ্র দাশ (নৌকা), উত্তরভাগে শাহ শহিদুজ্জামান ছালিক (স্বতন্ত্র), মুন্সিবাজারে ছালেক মিয়া (নৌকা), পাঁচগাঁওয়ে শামছুন নূর আহমদ আজাদ (স্বতন্ত্র), রাজনগরে দেওয়ান খয়রুল মজিদ সালেক (স্বতন্ত্র), টেংরায় মোঃ টিপু খান (স্বতন্ত্র) কামারচাকে মোঃ নজমুল হক সেলিম (নৌকা), মনসুরনগরে মিলন বখত (নৌকা), কুলাউড়ার ভাটেরায় সৈয়দ একেএম নজরুল ইসলাম (নৌকা) টিলাগাঁওয়ে আব্দুল মালিক (স্বতন্ত্র) পৃথিমপাশায় নওয়াব আলী বাখর খান (স্বতন্ত্র), কর্মধায় মোঃ আতিকুর রহহমান (নৌকা), হাজীপুরে আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র), শরীফপুরে জুনাব আলী (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। লক্ষ্মীপুর ॥ রায়পুরের চরপাতায় খোরশেদ আলম (নৌকা), বামনীতে তোফাজ্জল হোসেন মুন্সি (নৌকা), দক্ষিণ চর আবাবিলে নাসির উদ্দিন (নৌকা), রায়পুর ইউনিয়নে শফিউল আজম সুমন চৌধুরী (নৌকা) নির্বাচিত হয়েছেন। মানিকগঞ্জ ॥ বিজয়ীরা হলে জামশায় মিজানুর রহমান মিঠু (নৌকা), ধল্লায় মোহাম্মদ জাহিদুল ইসলাম (নৌকা), জয়মন্টপে শাহাদৎ হোসেন (নৌকা), জামির্ত্তায় (নৌকা), সায়েস্তায় মোসলেম উদ্দিন চৌকদার (নৌকা), চান্দহরে শওকত হোসেন (নৌকা), তালেবপুরে রমজান আলী (নৌকা), বলধরায় আব্দুল মাজেদ খান (নৌকা), বায়রায় দেওয়ান জিন্নাহ (নৌকা), সিংগাইরে দেওয়ান মোহাম্মদ মাহাবুবুর রহমান মিঠু (স্বতন্ত্র ), চারিগ্রামে সাজেদুল আলম স্বাধীন (স্বতন্ত্র) বিজয়া হয়েছে। সাটুরিয়ায় বিজয়ী সবাই আওয়ামী লীগ দলীয়। এরা হলে- সদরে আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটিতে রুহুল আমিন, দরগ্রামে আলাউদ্দিন, বরাইদে হারুন অর রশিদ, তিল্লীতে আব্দুস সালাম, হরগজে আনোয়ার হোসেন জতি, দিঘুলিয়ায় মতিয়ার রহমান মতি, ফকুরহাটিতে আফাজ উদ্দিন, ধানকোড়ায় আবুল কালাম আব্দুর রউফ। মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের বিজয়ীরা হলেন টঙ্গীবাড়ির দীঘিরপাড়ে আরিফ হালাদার, হাসাইল-বানারীতে আনোয়ার হালাদার, কামারখাড়ায় মহিউদ্দিন হালাদার, কাঠাদিয়া-শিমুলিয়ায় নুর হোসেন, বালিগাঁওয়ে দুলাল হাজী, আড়িয়ালে দ্বীন ইসলাম, আব্দুল্লাপুরে আব্দুর রহিম, সোনারং-টঙ্গীবাড়িতে বেলায়েত হোসেন লিটন মাঝি। টঙ্গীবাড়ির ধীপুরে আক্তার হোসেন মোল্লা (বিএনপি), বজ্রযোগিনীতে তোতা মিয়া মুন্সী (বিএনপি), পঞ্চসারে গোলাম মোস্তফা (স্বতন্ত্র), বেতকায় আলম শিকদার বাচ্চু (স্বতন্ত্র) আউটশাহীতে জহিরুল হক লিটন ঢালী (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। ভৈরব ॥ নৌকা মার্কা নিয়ে আগানগরে মমতাজউদ্দীন, শিমূলকান্দিতে জুবায়ের আলম দানিস, শ্রীনগরে সার্জেন (অবঃ) আবু তাহের, সাদেকপুরে আবু বক্কর সিদ্দীক, কালিকাপ্রাসদে ফারুক মিয়া, শিবপুরে মোঃ শফিকুল ইসলাম, গজারিয়ায় গোলাম সারোয়ার (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
×